AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় আসছেন না মমতা!


Ekushey Sangbad

০৩:০৯ পিএম, মে ২৭, ২০১৫
ঢাকায় আসছেন না মমতা!

একুশে সংবাদ:বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গী হওয়ার ইচ্ছা নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দ্য হিন্দুস্তান টাইমস এমন তথ্যই জানিয়েছে। দুই দিনের সফরে আগামী ৬ জুন ঢাকা আসছেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরসঙ্গী হবেন বলে জানিয়েছেল ভারতের গণমাধ্যম। তবে এখন তিনি বাংলাদেশে আসতে চাচ্ছেন না। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে এই কথা জানাননি। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, মমতা তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, স্থলসীমানা বিল পাসে সহায়তা করে তিনি ‘তার কাজ করেছেন’। এখন মোদীর সফরসঙ্গী হওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন না। মমতার এই পরিকল্পনার বিষয়ে পশ্চিমবঙ্গের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যেহেতু আনুষ্ঠানিকভাবে না বলা হয়নি, সেহেতু, না বলার কোনো সুযোগ নেই।’ তিস্তার পানিবণ্টন চুক্তিতে মমতার সহযোগিতা গুরুত্বপূর্ণ। ২০১১ সালের তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সে সময় মমতার অস্বীকৃতির কারণে তিস্তা চুক্তি সই হয়নি। এদিকে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে উত্তরবঙ্গে পানির প্রাপ্ততা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ঐ এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ভিত্তি নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস।
Link copied!