AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সফরে শুধু টেস্টে স্টেইন, ওয়ানডেতে নেই ডিভিলিয়ার্স


Ekushey Sangbad

০৪:৩৩ পিএম, মে ২৭, ২০১৫
বাংলাদেশ সফরে শুধু টেস্টে স্টেইন, ওয়ানডেতে নেই ডিভিলিয়ার্স

একুশে সংবাদ:মাস খানেক আগে ডেইল স্টেইন বলেছিলেন, বাংলাদেশ সফরে তিনি পুরো সময় দলের সঙ্গে থাকতে চান না। নির্বাচকরা তার কথা রেখেছেন। জুলাইতে বাংলাদেশ সফরের জন্য আজ তিন ফরমেটে তিনটি দল ঘোষনা করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। সেখানে শুধু দুই ম্যাচের ওয়ানডে সিরিজে রাখা হয়েছে বিশ্ব সেরা এই ফাস্ট বোলারকে। পারিবারিক কারণে টেস্ট সিরিজ খেলতে পারছে না ডেইল স্টেইন। যে কারণে টেস্ট দলের নেতৃত্ব দিবেন হাশিম আমলা। টেস্টে না থাকলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন এবিডি ভিলিয়ার্স। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক থাকছেন ডু প্লেসিস। ২০ম ওভার ম্যাচে থাকছেন এবিডি ভিলিয়ার্স। ওয়ানডে এবং টি- টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডেইল স্টেইন ও ভেরন ফিল্যান্ডারকে। টেস্ট দলে নতুন চার মুখ হলেন, ব্যাটসম্যান জিরা হেনড্রিক, উইকেপ কিপার ড্যান ভিলাস, বাঁহাতি স্পিনার অ্যারোন ফান্সিসো এবং অনুর্ধ্ব-১৯ দলের ফাস্ট বোলার কাজিসো রাবাডা। ৫ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যেকার ৩ ম্যাচের ওয়ানডে, ২টি টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ। দ. আফ্রিকা টেস্ট দল : হাশিম আমলা ( অধিনায়ক) ডিন এলগার, ডু প্লেসিস, ডি কক, জেপি ডুমিনি, ভেরন ফিল্যান্ডার, মরনে মরকেল, ডেইল স্টেইন, ভন জাল, সিমন হারমার, জিরা হেনড্রিক, ড্যান ভিলাস, অ্যারোন ফান্সিসো ,কাজিসো রাবাডা। ওয়ানডে দল : এবিডি ভিলিয়ার্স ( অধিনায়ক), হাশিম আমলা, ডু প্লেসিস, ডি কক, জেপি ডুমিনি, মরনে মরকেল, রিলি রসোউ , ডেভিড মিলার , অ্যারোন ফান্সিসো ,ফারহান বাহারডিন ,কাজিসো রাবাডা, ইমরান তাহির, কাইল অ্যাবোট, পারনেল, ম্যাকলরেন। টি-টোয়েন্টি দল : এবিডি ভিলিয়ার্স, ডু প্লেসিস ( অধিনায়ক), ডি কক, জেপি ডুমিনি, রিলি রসোউ , জেপি ডুমিনি , ডেভিড মিলার , অ্যারোন ফান্সিসো ,ফারহান বাহারডিন ,কাজিসো রাবাডা, , কাইল অ্যাবোট, ক্রিস মরিস, এডি লি, ডেভিড উইসে, বারনান হেনড্রিক।
Link copied!