AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোদির সঙ্গে ঢাকায় আসছেন পাঁচ মুখ্যমন্ত্রী


Ekushey Sangbad

১২:১৪ পিএম, মে ২৯, ২০১৫
মোদির সঙ্গে ঢাকায় আসছেন পাঁচ মুখ্যমন্ত্রী

একুশে সংবাদ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে আগামী ৬ জুন ঢাকা আসছেন পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী । তারা হলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং মিজোরামের মুখ্যমন্ত্রী লালখান হাওলা। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সচিবালয় সূত্র এমনটি জানিয়েছে । একই দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্রশাসনিক বৈঠকে যোগদান শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাংবাদিকদের বলেন, তিনি ঢাকা যাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় সূত্র জানায়, ৬ জুন সকালে মুখ্যমন্ত্রী বিমানে কলকাতা থেকে ঢাকায় যাবেন। কূটনৈতিক সূত্র জানায়, কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে সফরসঙ্গী হওয়ার জন্য পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। বাকি চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেও অনিশ্চয়তা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে। গতকাল প্রধানমন্ত্রী মোদির কার্যালয় থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ঢাকা সফরে যাওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হলে তিনি সম্মতি দেন। ফলে মমতার ঢাকা আসা নিয়ে অনিশ্চয়তা কেটে গেল।
Link copied!