AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ কোটি ডলারে বিক্রি হচ্ছে জ্যাকসনের ‘নেভারল্যান্ড’


Ekushey Sangbad

০৫:৩৪ পিএম, মে ২৯, ২০১৫
১০ কোটি ডলারে বিক্রি হচ্ছে জ্যাকসনের ‘নেভারল্যান্ড’

একুশে সংবাদঃবিক্রি হতে চলেছে মাইকেল জ্যাকসনের প্রিয় সম্পত্তি ও বাসস্থান ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’। জানা গেছে, এর বর্তমান কর্তৃপক্ষ ‘কলোনি ক্যাপিটাল’ নেভারল্যান্ডের খরচ যোগাতে হিমসিম খাচ্ছে। তাই কিছুদিন আগে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন সংস্থাটি। শোনা যাচ্ছে, এটি ১০ কোটি ডলারে বিক্রি হতে পারে পপ সম্রাটের এই বাসস্থান। পপ-সম্রাট বেঁচে থাকতেই কার্যত হাতছাড়া হয়েছিলো এই স্বপ্ন-খামার। ২০০৮ সালে ঋণগ্রস্থ মাইকেলের কাছ থেকে প্রায় দু’কোটি ৩৫ লক্ষ ডলারের বিনিময়ে নেভারল্যান্ড দখলে নেয় ‘কলোনি ক্যাপিটাল’। তখন থেকেই এর দেখাশোনা করার জন্য প্রতি বছর সংস্থাটির খরচ হচ্ছে প্রায় ৫০ লক্ষ ডলার। ১৯৯৮ সালে গলফ কোর্স নির্মাতা উইলিয়াম বোনের কাছ থেকে জমি এবং বাড়িটি কেনেন মাইকেল জ্যাকসন। এখানে রয়েছে বিভিন্ন রাইড, চিড়িয়াখানা, খুদে ট্রেন, ছোট জাহাজ, বিচিত্র খেলাধুলার আয়োজন সহ অনেক কিছ বিক্রি হতে চলেছে মাইকেল জ্যাকসনের প্রিয় সম্পত্তি ও বাসস্থান ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’। জানা গেছে, এর বর্তমান কর্তৃপক্ষ ‘কলোনি ক্যাপিটাল’ নেভারল্যান্ডের খরচ যোগাতে হিমসিম খাচ্ছে। তাই কিছুদিন আগে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন সংস্থাটি। শোনা যাচ্ছে, এটি ১০ কোটি ডলারে বিক্রি হতে পারে পপ সম্রাটের এই বাসস্থান। পপ-সম্রাট বেঁচে থাকতেই কার্যত হাতছাড়া হয়েছিলো এই স্বপ্ন-খামার। ২০০৮ সালে ঋণগ্রস্থ মাইকেলের কাছ থেকে প্রায় দু’কোটি ৩৫ লক্ষ ডলারের বিনিময়ে নেভারল্যান্ড দখলে নেয় ‘কলোনি ক্যাপিটাল’। তখন থেকেই এর দেখাশোনা করার জন্য প্রতি বছর সংস্থাটির খরচ হচ্ছে প্রায় ৫০ লক্ষ ডলার। ১৯৯৮ সালে গলফ কোর্স নির্মাতা উইলিয়াম বোনের কাছ থেকে জমি এবং বাড়িটি কেনেন মাইকেল জ্যাকসন। এখানে রয়েছে বিভিন্ন রাইড, চিড়িয়াখানা, খুদে ট্রেন, ছোট জাহাজ, বিচিত্র খেলাধুলার আয়োজন সহ অনেক কিছু।michel_bgbg_525941557_773908647
Link copied!