AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিবিয়া উপকূল থেকে ৩ হাজার অভিবাসীকে উদ্ধার


Ekushey Sangbad

১১:২৪ এএম, মে ৩০, ২০১৫
লিবিয়া উপকূল থেকে ৩ হাজার অভিবাসীকে উদ্ধার

একুশে সংবাদঃ লিবিয়া উপকূল থেকে ৩ হাজার ৩শ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী। এ সময় ১৭টি মৃতুদেহও উদ্ধার হয়। শুক্রবার তাদেরকে উদ্ধার করা হয়। মাইগ্রেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন(আইওএম) জানিয়েছে চলতি বছর অর্থাৎ ২০১৫ সালে সাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১৮শ ২৬ জন অভিবাসী মারা গেছে। যা গত বছরের চেয়ে ৩০ গুন বেশি। ইটালিয়ান একটি পত্রিকার খবরে বলা হয়েছে, যেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে সেটি লিবিয়া উপকূলের কাছাকাছি। এ উদ্ধার অভিযানে আইরিশ, জার্মান ও বেলজিয়ামের জাহাজ অংশগ্রহণ করেছে বলেও গণমাধ্যমটি জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের ‍শুরু থেকে এপ্রিল পর্যন্ত ৪০ হাজার মানুষ সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। এসব অভিবাসীদের মধ্যে সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া ও সোমালিয়ার লোকজন বেশি। তারা প্রচন্ড দারিন্দ্রতার কারণেই সাগর পাড়ি দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে বলে জানান তারা।
Link copied!