AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাহাড়ে হঠাৎ জনপ্রিয় ইমরান


Ekushey Sangbad

০৪:০৫ পিএম, মে ৩০, ২০১৫
পাহাড়ে হঠাৎ জনপ্রিয় ইমরান

একুশে সংবাদ : একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আলো রিসোর্টের সামনের চার্চটা চকচক করছে। মোবাইলের নেটওয়ার্ক নেই। আগেই জানা ছিল। এই পাহাড়ে মোবাইলের নেটওয়ার্ক থাকবে না। হয়তো রবি কিংবা টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যাবে। হঠাৎ একটা মোবাইল বেজে ওঠে। পরিচিত গান রিংটোনে। বাংলাদেশের এ সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের গাওয়া, 'বলতে চেয়ে মনে হয়...' আমার সাথে একজন কলিগ ও তার ওয়াইফ ছিলেন। আমরা নিজ নিজ রুমে চলে গেলাম। একটু সাহেবি ভাষায় বললে বলতে হবে রিসোর্টে চেক ইন করলাম। বলছিলাম সাজেক এর কথা। সাজেক, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি দুর্গম উপত্যকা। বিকেলবেলা বেড়াতে বের হলাম। পাশেই রুইলুই পাড়া। একটা খাবারের দোকান গান বাজছে। ইমরানের সেই 'বলতে চেয়ে মনে হয়...'। ধীর পায়ে বিজিবির তৈরি করা লাল রংয়ের অসাধারণ রিসোর্টের দিকে যখন গেলাম সেখানের এক বিজিবি সদস্যের পকেটে বেজে যাচ্ছে সেই একই গান। আমি বিস্মিত হলাম। একই গান সবখানে কেন? আর ইমরানের গান এই দুর্গম অঞ্চলে? কিভাবে সম্ভব? আরো বিস্মিত হলাম সন্ধ্যায়। যখন রিসোর্টের পাশের দোকানে গানটা বেজে যাচ্ছিল, জিজ্ঞেস করলাম এই গায়ককে চেনেন? একজন লুসাই গোত্রের আদিবাসী বৃদ্ধ অবাক হয়ে ভাঙা বাংলায় বললেন চিনবো না কেন? এ তো আমাদের ইমরান। 'আমাদের ইমরান!' বললাম কিভাবে চেনেন? বৃদ্ধ বলল 'আমাদের এইখানে এসে গোটা গান শুটিং করে গেল না?' দুই দিন ছিলাম, সাজেকের যেন প্রধান সংগীত হিসেবে এই গানটা নিজের করে নিয়েছে তারা। সবাই শোনে। তবে ভিডিওটা আমার দেখা হয়নি। আর ভেবেছিলাম এই গান বুঝি এই পাহাড়েই, এই সাজেকেই জনপ্রিয়। সেই ভুল ভাঙলো, যখন দীঘিনালায় এসে আমরা ডাব খাওয়ার জন্য বিরতি দিলাম। টেলিভিশনে এবার দেখলাম সম্পূর্ণ সাজেককে কিভাবে ইমরান তাঁর মিউজিক ভিডিওতে উপস্থাপন করেছেন। একদিকে ইমরান আর তানজিন তিশা, অন্যদিকে ভারতের মিজোরাম পাহাড়। আর পাহাড়ে পাহাড়ে ভেসে বেড়াচ্ছে মেঘ। গানের সাথে দারুণ লোকেশনের দারুণ সংমিশ্রণ। ঢাকায় এসে যেটা মনে হলো ইমরান সাজেককে শুধু সমতল ভূমিতেই নয় গোটা দেশের কাছে নতুনভাবে উপস্থাপন করেছেন। আমরা খাগড়াছড়িতে একদিন ছিলাম, এমন কোনো রেস্টুরেন্ট কিংবা বিনোদন কেন্দ্র বাদ নেই যে ইমরানের 'বলতে চেয়ে...' বাজছিল না। চাঁদের গাড়িতে আসার সময় আমরা কিছু পাহাড়িকে লিফট দিয়েছিলাম। সেখানে কয়েকজন কলেজপড়ুয়া ছিলেন। তাদের সাথেও কথা হয়েছিল। তাদেরই একজন প্রিয়াঙ্কা ত্রিপুরা, ইমরানে জন্য যে উচ্ছ্বাস দেখালেন তা সত্যিই মজার। https://youtu.be/Pe67LGSpobA
Link copied!