AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুক্তি না হলেও হবে আলোচনা : তিস্তা


Ekushey Sangbad

০৪:২০ পিএম, মে ৩০, ২০১৫
চুক্তি না হলেও হবে আলোচনা : তিস্তা

একুশে সংবাদ : থলসীমান্ত চুক্তির পরে যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যাশা সব চেয়ে বেশি, সেটা অবশ্যই তিস্তা। মোদির ঢাকা সফরের সময় চুক্তিটি বাস্তবায়নের কথা থাকলেও হঠাৎ করে তিস্তা চুক্তি না হওয়ার শর্তে মমতা বাংলাদেশে আসতে রাজি হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এ যাত্রা তিস্তা চুক্তি না হওয়ার আশ্বাসের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হতে রাজি হলেও এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন চুক্তি কিংবা আলোচনার সম্ভাবনা ম্লান হয়ে যায়নি বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এদিকে মোদির এ সফরেই দুদেশের মধ্যে তিস্তা চুক্তি হওয়ার সতর্ক আশাবাদ জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা পানিবন্টন চুক্তির সম্ভাবনা কম থাকলেও কোন ধরনের অন্তর্বর্তীকালীন আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভারত-বাংলাদেশের কর্তৃপক্ষ। মোদির আসন্ন সফরের সম্ভাব্য ফলাফল এবং তিস্তা চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে ভারতের অবস্থান চূড়ান্ত করতে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করার কথা রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। আর জী নিউজের প্রতিবেদনে জানানো হয়, মোদির আসন্ন ঢাকা সফরেই তিস্তা চুক্তি হওয়ার ব্যাপারে সংশয়পূর্ণ আশাবাদ জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী। তিনি বলেন, ‘দুই পক্ষই এ ব্যাপারে গতানুগতিক আলোচনা করবে। আমি আশা করি, ভারতের প্রধানমন্ত্রীর এ সফরেই আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারব। আর যদি দৃপক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তারপরও এ ব্যাপারে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছি।’
Link copied!