AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেরা হতে দুর্নীতি, তাই আগামীতে থাকছে না তালিকা


Ekushey Sangbad

০৪:৩৬ পিএম, মে ৩০, ২০১৫
সেরা হতে দুর্নীতি, তাই আগামীতে থাকছে না তালিকা

একুশে সংবাদ : আগামী বছর থেকে পাবলিক পরীক্ষায় সেরা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অর্থাৎ বোর্ডভিত্তিক সেরা আর জেলা ভিত্তিক সেরা-১০ বিদ্যালয় বলে কোনো বিষয় থাকবে না। অনেক খ্যাতনামা বিদ্যালয় সেরা হতে অসুদপায় অবলম্বন করছে বলেও মন্ত্রী জানান। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু প্রতিষ্ঠান সেরা তালিকায় থাকার জন্য অনৈতিক পন্থা অবলম্বন করে থাকে। আমাদের কাছে এমন অনেক অভিযোগ এসেছে। সেরা হওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নানা অসৎ সুবিধা দিয়ে থাকে, যাতে ফলাফল ভালো হয়। এ জন্য আগামী বছর থেকে পাবলিক পরীক্ষায় সেরা প্রতিষ্ঠানের কোনো তালিকা থাকবে না।’ মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির জন্য উৎসাহিত করতে আমরা সেরাদের তালিকা করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কিছু প্রতিষ্ঠান অসৎ পন্থায় এ ভালো উদ্যোগকে কালিমা লিপ্ত করছে।’ মন্ত্রী আরো বলেন, ‘আমাদের কাছে অভিযোগ রয়েছে- সেরাদের সেরা হচ্ছে এমন প্রতিষ্ঠানও অসুদপায় অবলম্বন করছে। উদাহারণ হিসেবে তিনি রাজধানীর স্বনামধন্য শাহীন স্কুল অ্যান্ড কলেজের নাম উল্লেখ করেন।’ নাহিদ বলেন, ‘আমর অভিযোগগুলো খতিয়ে দেখছি। যে প্রতিষ্ঠানই দায়ী হোক সেটির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। এমনকি সরকারি সুযোগ-সুবিধা, নিবন্ধর বাতিল করা হবে।’ বর্তমানে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বোর্ডে সেরা ২০ প্রতিষ্ঠানের ও জেলাভিত্তিকও সেরা ১০টি করে প্রতিষ্ঠানের তালিকা করা হয়ে থাকে।
Link copied!