AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একসঙ্গে ৯ ছবি শুরু করবেন ডিপজল


Ekushey Sangbad

০৫:৫৯ পিএম, মে ৩০, ২০১৫
একসঙ্গে ৯ ছবি শুরু করবেন ডিপজল

একুশে সংবাদ : একইসঙ্গে ৯টি ছবির কাজ শুরু করবেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে ৯টি ছবির ঘোষণা দেবেন তিনি। রমজানের প্রথম সপ্তাহ থেকে কক্সবাজারে এ ছবিগুলোর আউটডোর শুটিংও শুরু করবেন। এরই মধ্যে এফআই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করে ফেলবেন বলে জানালেন ডিপজল নিজেই। বললেন, এক ছবি বানিয়ে সেটা মুক্তি দিয়ে বসে থাকলে তো চলবে না, একসঙ্গে বেশ কয়েকটা ছবি বানাতে হবে। তাহলে ব্যবসাটা চলমান থাকবে। ডিপজল বলেন, ৯টি ছবির গল্প চূড়ান্ত করেছি। পরিচালক এবং নায়ক-নায়িকার ক্ষেত্রে নতুন চমক থাকবে। আমার বিপরীতেও থাকবে নতুন নায়িকা। বলা যায়, আমার প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্র আগের মতো করেই চলচ্চিত্র শিল্পে ফিরে আসবে। সম্প্রতি ডিপজল নিজস্ব প্রযোজনা সংস্থার বাইরে জাজ মাল্টি মিডিয়ার ‘অনেক দামে কেনা’ ছবিতে অভিনয় করেছেন। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে ডিপজলের সঙ্গে রয়েছেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি ও তানহা। ছবির ডাবিংয়ের কাজ কিছুটা বাকি ছিল। গেল সপ্তাহে সেটুকুও শেষ করে দিয়েছেন। ডিপজল বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভাল না, এটা সবাই জানেন। ভাল করার জন্য প্রয়োজন ভাল ছবি। ভাল ছবি ছাড়া দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরানো সম্ভব নয়। তিনি বলেন, আমার প্রযোজনা সংস্থা আছে, প্রেক্ষাগৃহ আছে, এগুলো সচল রাখতে হলে আমাকেও আগের মতো ভাল ভাল ছবি বানাতে হবে। যে ধরনের ছবি এখন হচ্ছে তা দিয়ে প্রেক্ষাগৃহ টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য আমি আবারও আম্মাজান, তেজী, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদী মা, কাজের ছেলে, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, ‘রিকশাওয়ালার ছেলে’র মতো দর্শকপ্রিয় সিনেমা নির্মাণ করবো। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর পাশাপাশি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আমার যে দায়িত্ব আমি সেটা পূরণ করার চেষ্টা করবো।
Link copied!