সরিষাবাড়ীতে সংখ্যালঘু পরিবারের ভূমি দখল করে নিয়েছে প্রভাবশালী ভূমিদস্যূরা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাজার এলাকার স্বর্গীয় অমূল্য চন্দ্রের ভূমি সম্প্র্রতি ওই এলাকার প্রভাবশালী ভূমিদস্যূরা জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংখ্যালঘু পরিবার সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী মৌজার ২ একর ১৩ শতাংশ ভূমির মালিক রাধা নাথ শীল মারা গেলে তার ২ পুত্র মাধব চন্দ্র রায় ও গনেশ চন্দ্র রায়-এর নামে আর ও আর জরিপে লিপিবদ্ধ হয় । শ্রী গনেশ চন্দ্র রায় নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার একমাত্র ভাই মাধব চন্দ্র রায় ঐ ভূমির ওয়ারিশ হয় । ভাগ্যচক্রে ভূমির মালিক মাধব চন্দ্র রায়ও মারা গেলে তার দুই পুত্র অমূল্য চন্দ্র রায় ও মনিন্দ্র চন্দ্র রায় ওয়ারিশ হলে ঘরোয়া বন্টনে স্বর্গীয় অমূল্য চন্দ্র রায় নামে বি,আর,এস জরিপে রেকর্ড ভুক্ত হয় । ২০০১ সালে রেকর্ডকৃত ভূমির মালিক অমূল্য চন্দ্র রায় তার ৩ পুত্র হারাধন চন্দ্র শীল, গৌর চন্দ্র শীল ও বকুল চন্দ্র শীল ও ২ কন্যা পুস্প রানী ও অঞ্জলী রাণী কে রেখে মারা যান ।
পরিবারটি জানান, অমূল্য চন্দ্রের নামে রেকর্ডকৃত ২ একর ১৩ শতাংশ আবাদি জমি বাড়ি-ভিটে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু জাহেদ আলী কয়ালের পুত্র জয়নাল আবেদীন, ডাঃ আব্দুল জলিল, খলিলুর রহমান ও মৃত মুসলিম উদ্দিনের পুত্র সুলতান মিয়া, চান মিয়া জবর দখল করে নিয়েছে । ফলে তারা অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে । সংখ্যালঘু পরিবারটি তাদের পৈতৃক ভূমি উদ্ধারের জন্য প্রশাসনের দারে দারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
Link copied!
আপনার মতামত লিখুন :