AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীরসাভূমিতে মমতা-মিঠুন


Ekushey Sangbad

১০:০৬ এএম, এপ্রিল ৫, ২০১৪
বীরসাভূমিতে মমতা-মিঠুন

cccccccccccccএকুশে সংবাদ :  এবার ধানবাদের সভামঞ্চ থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  শনিবার মমতা-মিঠুনের সভাকে কেন্দ্র করে ধানবাদে ছিল সাজসাজ রব৷ চড়া রোদ উপেক্ষা করে সকাল থেকেই ধানবাদের চিরকুণ্ডার সভামঞ্চে তৃণমূলের পতাকা হাতে দলে দলে যোগ দেন সাধারণ মানুষ৷ সভাকে কেন্দ্র করে ধানবাদের বাঙালি মহল্লা থেকে শ্রমিক মহল্লায় ছিল প্রবল উদ্দীপনা৷ ধানবাদে তৃণমূল নেত্রীর সভাকে কেন্দ্র করে সকাল থেকেই কার্যত অঘোষিত উত্সবের চেহারা নেয় গোটা শহর৷ অরণ্যের. অধিকার আদায়ের লড়াইয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগেই জায়গা করে নিয়েছে বীরসা মুণ্ডার সাঁওতাল পরগনা৷ এখনও জঙ্গলে কার্যত দেবতা রূপেই পুঁজিত হন বিরসা মুণ্ডা৷ স্বাধীনতার এত বছর পরও সাওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অনুন্ন্য়নের ছোঁয়া৷ ধানবাদের সভামঞ্চে দাঁড়িয়ে সেই অনুন্ন্য়ন আর বঞ্চনার ইস্যুকেই হাতিয়ার করলেন মমতা৷ জানিয়ে দিলেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মাত্র আড়াই বছরে গোটা বাংলায় বিশেষত আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে যে উন্ন্য়ন হয়েছে ঝাড়খণ্ডেও সেই উন্নয়ন সম্ভব৷ একযোগে কংগ্রেস-বিজেপিকে তুলোধোনা করলেন নেত্রী৷ বললেন, দাঙ্গা আর দুর্নীতির সরকার মানুষ মেনে নেবেন না৷ ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার সম্পর্ক দীর্ঘদিনের৷ ঝাড়খণ্ডের মানুষকে জমিন-জল-জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে বপরিকর তৃণমূল কংগ্রেস৷ এর আগে আসানসোলে সভামঞ্চে দাঁড়িয়ে নাম না করেই নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে মমতা বুঝিয়ে দেন, দাঙ্গায় অভিযুক্ত কাউকে প্রধানমন্ত্রী হিসাবে মানবেন না দেশবাসী৷  জানিয়ে দেন, ধর্মের নামে ভাগাভাগির রাজনীতি নয়৷ বাংলায় সমন্বয়ের পরম্পরা তৈরি করেছে তৃণমূলই৷ তাঁর কথায়, "যে দাঙ্গা করে সে কখনও দেশের প্রধানমন্ত্রী হবে না৷ দেশের মানুষের ভাবনা-চিন্তা অনেক উন্ন্ত, বোধবুদ্ধি অনেক বেশি৷" এমনকী, উন্ন্য়নের প্রশ্নেও মোদিকে তুলোধোনা করে মমতা বুঝিয়ে দেন গুজরাত নয়, বাংলাই হবে দেশের মডেল৷ গুজরাত নয় বাংলা মডেলেই ঝাড়খণ্ডের উন্ন্য়ন সম্ভব৷ পাশাপাশি কংগ্রেসের দুর্নীতি, শিল্পাঞ্চলে অনুন্ন্য়ন, বঞ্চনা ও  রাজ্য সরকারের উন্ন্য়নের খতিয়ান ধরে বুঝিয়ে দিলেন, কেন্দ্রের ক্ষমতার রাশ হাতে এলে বদলে যাবে শিল্পাঞ্চলের উন্নয়নের ছবিটাও৷ ধানবাদের সভামঞ্চ থেকেও সেই বার্তা দিয়ে ধানবাদের তৃণমূল প্রার্থী চন্দ্রশেখর দুবেকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংসদ মিঠুন চক্রবর্তীকে নিয়ে এদিন সড়কপথে ধানবাদে পৌঁছন মমতা৷ ধানবাদের পর হেলিকপ্টারে রাচিতে আরও একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর৷ রাচির মোরাবাদী মাঠে তৃণমূল প্রার্থী বন্ধু তিরকে ও লোহারদাগা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চমরা লিন্ডার সমর্থনে এই সভা৷ সকাল থেকেই জোড়াফুল পতাকা হাতে সনাতন পোশাকে ধামসা-মাদল নিয়ে দলে দলে যোগ দেন সাঁওতাল পরগনার মানুষ৷ এদিকে প্রথম সভাতেই বাজিমাত করেছেন মিঠুন চক্রবর্তী৷ মোদির পাল্টা ‘হর ঘর দিদি বার বার দিদি' বা ‘বোতাম টিপব এখানে সরকার গড়ব দিল্লিতে'–মিঠুনের এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যজুড়ে জোর কদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কর্মীরা৷ সকাল থেকেই নতুন স্লোগানে পোস্টার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ মিঠুনের স্লোগানকে সামনে রেখেই এবার মোদির পাল্টা প্রচারে বাজিমাত করতে প্রস্ত্তত তৃণমূল কর্মী-সমর্থকরা৷ শনিবার সকাল থেকেই  মিঠুনের স্লোগানে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীদেরও৷
Link copied!