AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনাজপুরে তরমুজের বাম্পার ফলন ॥ রফতানি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে


Ekushey Sangbad

০৫:৪২ এএম, এপ্রিল ৯, ২০১৪
দিনাজপুরে তরমুজের বাম্পার ফলন ॥ রফতানি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে

একুশে সংবাদ : ধানের জেলা দিনাজপুরে লাভ জনক ফসল হওয়ায় তরমুজ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনুকুল আবহাওয়া থাকায় এবার জেলার বিভিন্ন স্থানে তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাজার ভালো থাকায় তরমুজ চাষীরা এবার লাভবান হয়েছে। এবার তরমুজ চাষে পরামর্শসহ সকল প্রকার সহযোগীতা দিয়েছে কৃষি বিভাগ। কম খরচে অধিক লাভ হওয়ায় সাধারন কৃষকরা এখন তরমুজ চাষে ঝুকছে। জেলা বিস্ততৃর্ণ এলাকা গুলোর মাঠ জুড়ে এখন চারদিকে তরমুজের আবাদ। সারি সারি তরমুজের সমারোহ দেখে থমকে দাড়াচ্ছেন পথিকরা। জেলার অনান্য উপজেলার চেয়ে এবার ঘোড়াঘাট উপজেলায় তরমুজের চাষ বেশী হয়েছে। ঘোড়াঘাট উপজেলায় এবার ১শত ১৭ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। উচু, পতিত ও বিস্তৃর্ণ জমিতেও এবার তরমুজ চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে জাত ভেদে ৩০ থেকে ৫০ মেট্রিক টন তরমুজ ফলন হয়েছে। তরমুজ এবার দিনাজপুর জেলার কৃষকদের ভাগ্যের চাকা ঘুড়িয়ে দিয়েছে। স্থানীয়দের চাহিদা মেটানোর পর দিনাজপুরের তরমুজ দেশের বিভিন্ন স্থানে রফতানি হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আসা পাইকার ব্যবাসায়ীরা জমি থেকেই তরমুজ ক্রয় করে নিয়ে যাচ্ছে ট্রাক বোঝাই করে। দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানান, দিনাজপুর জেলার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের উপযুগী হওয়ার কারনে কৃষদের উপদেশ ও সহযোগীতা করছে কৃষি কর্মকর্তারা। তবে কৃষি বিভাগের সহযোগীতা ও পরামর্শ অব্যাহত থাকলে আগামীতে তরমুজ চাষে পরিধি আরো বেড়ে যাবে বলে কৃষিবিদরা মনে করছেন।
Link copied!