AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশান্তির পরশ বুলিয়ে দেয় রংপুর বিনোদন উদ্যান


Ekushey Sangbad

০৯:৫৫ এএম, এপ্রিল ৯, ২০১৪
প্রশান্তির পরশ বুলিয়ে দেয় রংপুর বিনোদন উদ্যান

dddddddddddddএকুশে সংবাদ  : আকাশ সংস্কৃতি আর প্রযুক্তির বিকাশের ফলে জীবন হয়ে উঠছে যান্ত্রিক। প্রকৃতির কাছাকাছি যাওয়া শহরের মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে কষ্টের। রংপুর নগরীও এর বাইরে নয়। এই নগর জীবনে কিছুক্ষণের জন্য প্রশান্তির পরশ বুলিয়ে দেয় রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। এখানে বেড়াতে আসেন অনেক দর্শণার্থী। এখানে রয়েছে শিশুপার্ক, বিরল প্রজাতির প্রাণী, কৃত্রিম লেক ও নানা প্রজাতির গাছ। এখানকার আকর্ষনীয় প্রাকৃতিক পরিবেশে পাখির কলতান মন মাতিয়ে তোলে। রংপুর সদরের হনুমানতলায় ২২ দশমিক ২৭ একর জমির উপর এ চিড়িয়াখানা ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, চিতা বাঘ, ভালুক, জলহস্তি, কুমির, ডোরাকাটা হায়েনা, হরিণ, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এ ছাড়াও রয়েছে ময়ুর, ময়না, ঈমু, কেশওয়ারী ঈগল, বাজ পাখি, ঘরিয়ালসহ অনেক প্রাণী। অনুকুল আবহাওয়ার কারণে এখানে রয়েল বেঙ্গল টাইগার গত ১৭ বছরে ২২টি বাচ্চা প্রসব করেছে। সিংহ দম্পতির খাঁচা আলো করে এসেছে ৬টি বাচ্চা। বিনোদন উদ্যান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য বড়দের জন্য ১০টাকা আর ছোটদের জন্য ৫টাকা। দর্শণার্থীরা জানান, এখানকার পরিবেশ অনেক ভাল। এ অবস্থা সবসময় বজায় থাকলে দিন দিন মানুষের আগমন বাড়বে। রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার কিউরেটর ডাঃ মীর ফারুখ হোসেন জানান, এখানে বিরল প্রজাতির প্রাণী আনার চেষ্টা চলছে। এ ছাড়া পরিবেশ অনুকুল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Link copied!