একুশে সংবাদ : তারকাকণ্ঠ ডেস্ক‘আমি এনএন এবং আমি পর্নো স্টার নই’, সম্প্রতি নিজের ফেসবুকে এমন ঘোষণাই দিয়েছেন বাংলাদেশের অন্যতম মডেল নায়লা নায়েম। এসময় তিনি নিজের অনূভুতি প্রকাশ করতে গিয়ে লেখেন ‘পর্নো
মুভি দূরের কথা, আমি কোনো নগ্ন শুটও করব না।’
মঙ্গলবার রাতে নায়লা নায়েম তার নিজের ফেসবুক পেজে এসব কথাই লেখেন। এদিকে নায়লা নায়েম তার অফিসিয়াল ফেসবুক পেইজে নিজের বর্ণনায় লিখেছেন, নায়লা নায়েম বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্বনামধন্য মডেল। যদিও তিনি একজন ডাক্তার তারপরও ১৮ বছর বয়স থেকেই তার অসাধারণ শরীরি সৌন্দর্য সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। নায়লা বর্তমানে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পণ্যের ধ্রুপদী মডেলে পরিণত হয়েছেন বলেও সেখানে লেখা রয়েছে।
আপনার মতামত লিখুন :