AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা পর্যটকের পদভারে মুখরিত বান্দরবান


Ekushey Sangbad

০৭:০৭ এএম, এপ্রিল ১১, ২০১৪
প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা পর্যটকের পদভারে মুখরিত বান্দরবান

kkkkkkkkkkkkkএকুশে সংবাদ : দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ও শীত চলে যাওয়ার মুহুর্তে বান্দরবানের নীলগিরি, নীলাচল,স্বর্ণমন্দির,মেঘলা,লামায় টাইটানিক আদলের পর্যটন স্পটগুলোতে সৌন্দর্য্য উপভোগ করতে দেশী বিদেশী পর্যটকে পদভাবে মুখরিত পাহাড়ি জনপদ বান্দরবান। গত মাস ধরে পর্যটকদের আনা গোনা বেড়ে যাওয়ায় বান্দরবান হোটেল মোটেল গুলোতে কিছুটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দেশের রাজনৈতিক সহিংসতার কারণে বান্দরবানে পর্যটক আগমন বাধাগ্রস্থ হয়। ভরা মৌসুমেও এবার পর্যটক শুন্য ছিল পর্যটন স্পট গুলোতে। তবে শুক্র ও শনিবার ছুটির দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে বান্দরবান দর্শণীয় জায়গা দেখার জন্য পর্যটক ভরপুর হয়ে উঠেছে। সপ্তাহের অন্যান্য দিনও পর্যটক ভরপুর থাকে বান্দরবান পযটন স্পট গুলোতে। জেলা শহরের সব ক’টি আবাসিক হোটেল-মোটেল-রেস্ট হাউস,গেস্ট হাউস পূর্ণ হয়ে গেছে।হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে,কম-বেশি সব হোটেল-মোটেলই আগাম বুকিং হয়েছে গেছে। অতিরিক্ত লোক আসায় একই রুমে কিংবা ডাবল সীটে একাধিক লোক ভাগাভাগি করে থাকছে। এতে হোটেল-মোটেল মালিকপক্ষেরও আপত্তি নেই বলে জানিয়েছেন তারা। তবে পযটকের ভরা মৌসুম হওয়ায় হোটেল-মোটেলে সীট পাওয়ায যাচ্ছেনা। তার পরেও হোটের-মোটেল গুলোতে একাধিক লোক ভাগাভাগি করে থাকছে। তবে এজন্য বাড়তি কিছু টাকা গুণলেও আগত পর্যটকরা কোনো আপত্তি করছেনা। সামান্য বাড়তি টাকা গেলেও একসাথে থাকা ও ঘুরে বেড়ানোর মজাই আলাদা বলে জানিয়েছেন কয়েকজন পর্যটক। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা জানান,এ মৌসুমে ঘুরে বেড়ানোর মজাই আলাদা এবং পাহাড়ী জেলায় উপভোগ করে অনেক তৃপ্ত পাওয়া যায়। বান্দরবান বিভিন্ন পর্যটন স্পট গুলো দেখার পরিকল্পনা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে আসা সম্ভব হয়নি। তবে রাজনৈতিক পরিস্থিতি অনুকুল হওয়ায় বেড়াতে আসা সফল হয়েছে। তবে বান্দরবানের লোকজনের সাথে আলাপ করে জেনেছি এখানে নিরাপত্তার কোন সমস্যা নেই। প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। অপরদিকে ব্যবসায়ীরা জানান,পরিস্থিতি অনুকুল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। এ বছর শীতের প্রথম দিকে ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে পর্যটকের আগমন বৃদ্ধি পাবার কারনে ব্যবসার ক্ষতি পুষিয়ে কাংক্ষিক উপার্জন করা সম্ভব হচ্ছে। তবে কতদিন ওই পরিস্থিতি শীল পরিবেশ থাকবে তা বলা যাচ্ছেনা। এদিকে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এন.ডি.সি) মোঃ শামীম হোসেন জানিয়েছে,বান্দরবান মেঘলা ও নীলাচলে বিগত যেই কোন বছরের ছেয়ে এভারে পর্যটকের সংখ্যা বেড়েছে। পর্যটকদেরকে নতুন নতুন সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তবে আমি মনে করি পর্যটকরা খুশি। পর্যটকদের পদচারনায় মুখরিত নীলাচল ও মেঘলা। আশা করি দেশ-বিদেশ যারা আসবে এবং যতটু সময় এখানে থাকবে তাদের কাছে ভাল লাগবে। তবে পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত পরিমান নিরাপত্তা ব্যাবস্থা রয়েছে। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানিয়েছে,পর্যটকদের আগমন,থাকা ও পর্যটন স্পটগুলোতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়। একুশে সংবাদ/mp
Link copied!