AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিন্ডিকেটের কবলে ভুট্টাচাষিরা


Ekushey Sangbad

০৯:৫৩ এএম, এপ্রিল ১১, ২০১৪
সিন্ডিকেটের কবলে ভুট্টাচাষিরা

pppppppppppএকুশে সংবাদ :  চুয়াডাঙ্গা জেলার কৃষকরা এ বছর ব্যাপক হারে ভুট্টার চাষ করেছেন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু গত বছরের মত চলতি বছরও ভুট্টা ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়েছে কৃষকরা। যে কারণে ভুট্টার আবাদ করে লাভের বদলে লোকসান গুণতে হবে কৃষকদেরকে আর লাভবান হবে ব্যবসায়ীরা। অনুসন্ধানে জানা গেছে, কৃষকদের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া চুয়াডাঙ্গায় বেসরকারিভাবে ক্রয়কারী কয়েকটি প্রতিষ্ঠানে ভুট্টা বিক্রি করতে পারে না। সিন্ডিকেটের ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করে নিজেদের লাভের নাগালে ইচ্ছেমত দামে ভুট্টা কিনছে। ভুট্টার দাম  কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এবছর লাভের থেকে লোকসানের পাল্লা ভারী হবে আর লাভবান হবে ব্যবসায়ীরা। এর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় ভুট্টা ক্রয় করে সিপি বালাদেশ লি. ও আবতাব পোল্ট্রিফিড লিমিডেট। চুয়াডাঙ্গা সদর থানার শৈইলগাড়ী গ্রামের ভুট্টাচাষি রুকুন আলী ও  ইব্রাহিম জানান, বেসরকারি প্রতিষ্ঠানে কৃষকরা সরাসরি ভুট্টা বিক্রি করতে পারে না। এসব প্রতিষ্ঠানে সিন্ডিকেটের লোকরা। তারা আরো জানান, পরবর্তী চাষাবাদের খরচ যোগাতে ও পারিবারিক সমস্যার কারণে দামে কম হলেও ভুট্টা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। আবার দাম বাড়তে পারে এ আশায় কোনো কোনো কৃষক ভুট্টা ঘরে রেখে দিচ্ছেন। তাতে কৃষকরা কতটা লাভবান হবেন তা নিয়েও তাদের মনে সন্দেহ রয়েছে। গত ৬-৭ বছর ধরে চুয়াডাঙ্গা জেলায় ব্যাপকহারে ভুট্টার চাষ হচ্ছে। এবছর ৪১ হাজার ২৫০ হেক্টর জমিতে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু লক্ষ্যমাত্রা অতিক্রম করে চাষাবাদ হয় ৪৭ হাজার ৫৩০ হেক্টর জমিতে। বিঘা প্রতি গড় ফলন হয়েছে ৩০ মণ হারে। গত বছর ভুট্টার বাজার ছিল প্রতি মণ কাঁচা এক হাজার টাকার ওপরে। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ দাম কমে নেমে আসে ৫০০ টাকায়। কিন্তু চলতি বছরে প্রতিমণ ভুট্টা বিক্রি হচ্ছে ৪৫০ টাকা দরে। এদিকে শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে ৬৫০ টাকা দরে। কৃষকদের দাবি সরকারের বাজার নিয়ন্ত্রণ না থাকায় তারা যে ফসলই ফলাচ্ছে লাভের বদলে লোকসান গুণছে। আর লাভ করছে ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক হরিবুলা সরকার জানান, চাষাবাদের নিয়ন্ত্রণ কৃষি বিভাগের হাতে নেই। কৃষকরা নিজেরা যা ভাল মনে করেন সেই ফসলের চাষ করেন। অনেক ক্ষেত্রে অধিক উৎপাদনের কারণেও কৃষককে কম দামে ক্ষেতের ফসল বিক্রি করতে হয়। তবে সিন্ডিকেটের কারণে যে ক্ষতি কৃষকদের হচ্ছে এক্ষেত্রে কৃষি বিভাগকেই সমাধানের পথ বের করতে হবে।  কৃষকদেরকেও এগিয়ে আসতে হবে। একুশে সংবাদ/mp
Link copied!