AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববাজারে সয়াবিনের দাম ১০ মাসের মধ্যে সর্বোচ্চ


Ekushey Sangbad

০৯:১৩ এএম, এপ্রিল ১২, ২০১৪
বিশ্ববাজারে সয়াবিনের দাম ১০ মাসের মধ্যে সর্বোচ্চ

fএকুশে সংবাদ : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বেড়েছে, যা ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। গত মাসে বিশ্বব্যাপী সয়াবিনের মজুদ কমেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে শস্যটির সরবরাহ কম থাকবে এমন আশঙ্কায় সয়াবিন চড়া দামে বিক্রি হচ্ছে। খবর ব্লুমবার্গের। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আগামী মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে লেনদেন হয় ১৪ ডলার ৯৮ সেন্টে, যা ৬ জুনের পর সবচেয়ে বেশি। সিঙ্গাপুর ফিউচার মার্কেটে স্থানীয় সময় ২টা ৩ মিনিটে একই পরিমাণ সয়াবিন বিক্রি হয় ১৪ ডলার ৯৫ সেন্টে। চলতি বছর এর দাম বাড়তে পারে ১৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) চলতি বছর মাঠ থেকে ফসল তোলার আগেই ৪ দশমিক ৫ শতাংশ কমে ১৩ কোটি ৮৫ লাখ বুশেল সয়াবিন মজুদ থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, যা এর আগের পূর্বাভাসে ছিল ১৪ কোটি ৫০ লাখ বুশেল। যুক্তরাষ্ট্র সরকারের দেয়া তথ্য অনুযায়ী, গত মাসে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে কম সয়াবিন মজুদ হয়েছে। এ কারণে বিশ্বের তেলবীজ উৎপাদনকারী অন্যতম দেশটিতে গত সপ্তাহে দাম বেড়ে জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি চলতি মৌসুমে বিশ্বব্যাপী সয়াবিনের মজুদ কমতে পারে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এবার বিশ্বব্যাপী মোট ৭ কোটি ৫০ হাজার টন সয়াবিন মজুদ হতে পারে। গত মৌসুমে যার পরিমাণ ছিল ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার টন। সিঙ্গাপুরের ফিলিপস ফিউচারের বিশেষজ্ঞ ভ্যানেসা ত্যান বলেন, সয়াবিন মজুদ নিয়ে ইউএসডিএ নতুন কী প্রতিবেদন প্রকাশ করে, বিনিয়োগকারীরা সেই অপেক্ষায় রয়েছেন। মূলত যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ সংকটই রফতানি চাহিদা বাড়াতে সহায়তা করছে। এদিকে সয়াবিনের পাশাপাশি ইউএসডিএ ভুট্টা মজুদের পূর্বাভাসও কমাতে পারে। ফসল সংগ্রহের পূর্বেই চলতি বছর ৩ দশমিক ৬ শতাংশ সয়াবিনের মজুদ কমতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। সিবিওটিতে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে বিক্রি হয় ৫ ডলার ১০ সেন্টে, যা ১ এপ্রিলের পর সবচেয়ে বেশি একুশে সংবাদ/এমপি
Link copied!