AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেসক্লাবে রবিবার থেকে শুরু বই মেলা


Ekushey Sangbad

১০:৩৩ এএম, এপ্রিল ১২, ২০১৪
প্রেসক্লাবে রবিবার থেকে শুরু বই মেলা

একুশে সংবাদ : জাতীয় প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মত আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বই মেলা। মেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান ফারুক, জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, মেলার আহবায়ক হাসান হাফিজ প্রমুখ। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সংবাদ সম্মেলনে জানান, প্রেসক্লাবের হীরক জয়ন্তি উদযাপন অনুষ্ঠানমালায় বই মেলার আয়োজন করেছি। প্রতি বছর নিয়মিতভাবে এই মেলা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। বই মেলা আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এবারের বই মেলা উৎসর্গ করা হয়েছে জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ফয়েজ আহমদকে। এ ছাড়া সদ্য প্রয়াত খ্যাতিম্যান সাংবাদিক এবিএম মূসার স্মরণে মেলায় ‘মূসা মঞ্চ’ স্থাপন করা হবে। বাংলা একাডেমিসহ মেলায় ৪০টি বইয়ের স্টল থাকছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। তবে ১ বৈশাখে মেলা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় শতকরা ২৫ ভাগ কমিশনে বই বিক্রয় করা হবে। তবে সাংবাদিকদের জন্য ৩০ শতাংশ ছাড় থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বই মেলায় অংশগ্রহণের জন্য প্রেসক্লাবের আশপাশের ১৩টি স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একুশে সংবাদ/mp
Link copied!