AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ষবরণে প্রস্তুত বাঙালি, ঘরে ঘরে আনন্দ উচ্ছাস


Ekushey Sangbad

১২:২২ পিএম, এপ্রিল ১২, ২০১৪
বর্ষবরণে প্রস্তুত বাঙালি, ঘরে ঘরে আনন্দ উচ্ছাস

একুশে সংবাদ : আর মাত্র এক দিন বাকি। তারপরই বাংলা নববর্ষ। আসবে নতুন বছর ১৪২১। সেই সাথে কালের গর্ভে বিলীন হয়ে যাবে স্মৃতিময় আনন্দ বেদনায় ভরপুর ১৪২০ সালটি। নতুন বছরকে বরণ করে নিতে এখন পুরোপুরি প্রস্তুত বাঙালি জাতি। ঘরে ঘরে বইয়ে আনন্দের জোয়ার। বাংলা দিনপঞ্জির প্রথম মাসের প্রথম তারিখ পহেলা বৈশাখ দিয়ে শুরু। এ দিন ভোর থেকেই বাংলার কোণায় কোণায় আনন্দে মেতে উঠবে এ দেশের সকল মানুষ। তাই অন্তহীন আনন্দ-উচ্ছাসের অপেক্ষায় সবাই। উৎসব আনন্দে নববর্ষকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে এখন নানা আয়োজন। মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেশের অনেক জায়গায়। আমাদের জেলা প্রতিনিধিরাও নববর্ষ উদযাপনের খবর পাঠিয়েছেন। মাদারীপুরের সাংস্কৃতিক কর্মীরা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রুং তুলির নিপুন দক্ষতায় ফুটিয়ে তুলছেন হাতি, ঘোড়া, ফুল, পাখিসহ নানা বিষয়ের প্রতিকৃতি। চলছে মঙ্গল শোভাযাত্রার মহড়া। এই আনন্দ আয়োজনকে কেন্দ্র করে প্রশিক্ষণের আয়োজনও করা হয়েছে। বৈশাখকে ঘিরে মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের কুমার সম্প্রদায়ের মানুষ। বর্ষবরণকে কেন্দ্র করে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন। তাই যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন এখানকার কুমার পল্লীর মৃৎ শিল্পের কারিগররা। পুরোনো দিনের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের সূর্যদোয়কে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে সারাদেশ। সোমবার প্রথম প্রহরে, এসো হে বৈশাখ, সুরের মূর্ছনায় ১৪২১ বঙ্গাব্দকে বরণ করবে দেশবাসী । একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/১২-০৪-০১৪:
Link copied!