AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ণাঢ্য আয়োজনে ।। বর্ষ বিদায় ও বরণে প্রস্তুত চট্টগ্রাম


Ekushey Sangbad

০৭:৪৮ এএম, এপ্রিল ১৩, ২০১৪
বর্ণাঢ্য আয়োজনে ।। বর্ষ বিদায় ও বরণে প্রস্তুত চট্টগ্রাম

gggggggggggggএকুশে সংবাদ:  বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করতে বন্দর নগরী চট্টগ্রাম ও তার আশেপাশের এলাকা বর্ণিল সাজে সেজেছে । এতে পুরো নগরী ও তার আশে পাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিপুলসংখ্যক সামাজিক-সাংস্কৃতিক, সাহিত্যিক সংগঠন , শিক্ষা প্রতিষ্ঠান উৎসব ও আনন্দের মধ্যে পুরান বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ইতোমধ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। পহেলা বৈশাখ সকালে জাতি-ধর্ম-বর্ণ এবং বয়স নির্বিশেষে কয়েক হাজার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নগরীর ডিসি হিল পার্ক , সিআরবি ভবন এবং অন্যান্য এলাকাগুলোতে সমেবেত হবে। বর্ষবরণ অনুষ্ঠানে যোগদানকারী হাজারো জনতা সমেবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘এসো হে বৈশাখ এসো হে’ গেয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। পহেলা বৈশাখের অনুষ্ঠানে কাবাডি, ষাড়ের লড়াই , মোরগ যুদ্ধ, পুতুল নাচ, সাপের খেলা, ঘুড়ি উৎসব, উপজাতীয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। গত কয়েকদিন নগরী ও সংলগ্ন এলাকার বিপণীবিতান গুলোতে বৈশাখী পোশাক কিনতে কিশোর-কিশোরী এবং যুবক -যুবতীদের ব্যস্ত থাকতে দেখা গেছে। এতে দোকানীদের ব্যস্ততা বহুলাংশে বেড়ে গেছে। পুলিশ সূত্র জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে নগরী ও সংলগ্ন যেসব জায়গায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে সে সকল স্থানে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর ৪২ টি স্থানে র‌্যাব, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ প্রায় চার হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। তাছাড়া যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত গোয়েন্দা নজরদারি চালানো হবে। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানায়, এ উপলক্ষে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ৯২টি স্থানে আড়াই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এবং ৩২ টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে। আজ থেকেই নগরীর ঝুঁকিপূর্ণ কয়েকটি পয়েন্ট বন্ধ করে দেয়া হবে। এছাড়া নগরীর প্রবেশ মুখ কর্ণফুলী ব্রীজ এলাকা ও সিটি গেট এলাকায় চেকপোস্ট বসানো ছাড়াও সারপ্রাইজ চেকিংয়ের ব্যবস্থা থাকছে। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাদা পোশাকধারী, নির্দিষ্ট পোশাকধারী ও আর্মড পুলিশের ১ হাজার ১৬ জন সদস্য নগরীতে কাজ শুরু করেছেন। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ : নগরীর ডিসি হিলে দুইদিনব্যাপী বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। চট্টগ্রামে বর্ষবিদায় ও বরণের সবচেয়ে বড়ো আয়োজন এটি। নগরবাসীই শুধু নয়, দূরদূরান্ত থেকেও মানুষ আসে এ আয়োজনে শরীক হতে। আজ চৈত্র সংক্রান্তির দিন থেকে দুদিনব্যাপী এ আয়োজন শুরু হচ্ছে। বর্ষ বিদায়ের অনুষ্ঠান ডিসি হিল প্রাঙ্গণে শুরু হবে আজ বিকাল চারটায়। এরপর সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, প্রবীণ শিল্পী জয়ন্তী লালা এবং গবেষক প্রশান্ত ত্রিপুরাকে সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন অংশ নিচ্ছে। এছাড়া একক আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, মাইজভান্ডারী গান পরিবেশন করবেন শিমুল শীল ও তার দল, মুকাভিনয় পরিবেশন করবে নাটুয়া। একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন শিল্পী লাকী গুপ্তা, কেয়া দাশ, তৃপ্তি দাশ, মোহাম্মদ হেলালউদ্দিন, শ্যামলী পাল, শাপলা পাল প্রমুখ। নববর্ষ উদযাপন পরিষদ : নগরীর সিআরবি এলাকায় আজ বিকেল সাড়ে চারটায় ঢোলবাদন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠানের সূচনা হবে। দুদিনব্যাপী আয়োজনে আঞ্চলিক গান, বাউল গান, উপজাতীয় পরিবেশনাসহ থাকছে নানা আয়োজন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন, নববর্ষ উদ্‌যাপন পরিষদের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মোহাম্মদ মকবুল আহাম্মদ, নববর্ষ উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাদল প্রমুখ। বিকেল সাড়ে পাঁচটা থেকে দলীয় পরিবেশনায় অংশ নেবে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সন্ধ্যা সাতটায় একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন শিল্পী মালবিকা দাশ, সুবহা নাওয়াল এশী, মিতালী রায়, অশোক সেনগুপ্ত, আয়েশা খাতুন ও ফিরোজুর রহমান। বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদ : বাংলাদেশ মহিলা সমিতি স্কুল প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদ। বর্ষবিদায় সম্ভাষণের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে আজ সন্ধ্যা ছয়টায়। পুরনো বছরকে বিদায় জানাবেন আবৃত্তি শিল্পী রনজিৎ রক্ষিত। আধুনিক গান পরিবেশন করবেন কলকাতার শিল্পী সুচিত্রা ঘোষ। শাহীন খানের লোকগান দিয়ে প্রথম দিনের বর্ষ বিদায়ের অনুষ্ঠান শেষ হবে। চট্টগ্রাম চারু শিল্পী সম্মিলন পরিষদ ও চট্টগ্রাম চারুকলা ইন্সটিটিউট : পহেলা বৈশাখ মানেই চারুকলার মঙ্গল শোভাযাত্রা। চারুকলায় শেষ পর্যায়ে রয়েছে মুখোশ, মাটির জিনিস এবং মঙ্গল শোভাযাত্রার সব প্রতীক তৈরির কাজ। কয়েক সপ্তাহ ধরে রাত-দিন পরিশ্রম করে এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। ফুলকি : প্রতিবছরের মতো এবছরও ফুলকি বর্ষবরণের অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিশুদের জন্য। গতকাল থেকে তিনদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সাথে বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে থাকছে শিশুতোষ নানা আয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে বাটালী রোড, এনায়েত বাজারস্থ রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টায় বর্ষবরণ অনুষ্ঠান ও আলোচনা সভা, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজনে থাকছে লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, সাপ খেলা, পুতুল নাচ, বাঁশী বাজানো, কাবাডি খেলা, হা-ডু-ডু খেলাসহ দেশজ সংস্কৃতির আরও নানা আয়োজন। শিল্পকলা একাডেমি : বর্ষবরণ ও বিদায় উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে ১৩ এপ্রিল বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে। গান, নাচ, অভিনয়, আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ ও পুরনোকে বিদায় জানাতে ব্যস্ত এখন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।১৪ এপ্রিল সকাল ৯টায় বর্ষবরণ অনুষ্ঠানের প্রভাতী অধিবেশ শুরু হবে। বিকাল ৫টায় সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরশু হবে বর্ষবরণ অনুষ্ঠানের ২য় অধিবেশন। পতেঙ্গা সমুদ্র সৈকত : পতেঙ্গা সমুদ্র সৈকতে নেভাল একাডেমির পাশে সাংসদ এম এ লতিফ বর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করছেন বছর কয়েক ধরে। এবারো এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। আয়োজকদের দাবি চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে তাদের এ আয়োজন সমুদ্র সৈকতে করে আসছেন তারা। ওয়েল পার্ক রেসিডেন্স : পহেলা বৈশাখ বাংলা নব-বর্ষবরণ-১৪২১ উপলক্ষে নগরীর জি.ই.সি মোড়ের অভিজাত বুটিক হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স আয়োজন করছে বিশেষ অফার। দিনব্যাপী নানান আয়োজনে মুখরিত থাকবে হোটেলটি। হোটেলের আয়োজনে থাকছে ১০১টি পদের বাঙালি খাদ্যের সমাহারে বৈশাখী ব্যুফে মেনু। জনপ্রিয় শিল্পীরা বাউল সাজে হাজির হবেন রেস্টুরেন্টের বলরুমে। মাতিয়ে তুলবেন দেশীয় সংগীতের মূর্ছনায়। বৈশাখী আলপনা, ভাগ্য গণনা, লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ওয়েল পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মনছুর জানান, আমরা সবসময় বাঙালি ঐতিহ্যকে লালন করে আধুনিক চিন্তা ধারার সংমিশ্রণে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। বাংলা নব-বর্ষের সমস্ত আয়োজন যাতে রুচিশীল গ্রাহকরা সুলভে উপভোগ করতে পারে তার জন্য আমরা বিশেষ মূল্য নির্ধারণ করেছি। বিস্তারিত জানতে যোগাযোগ ০১৮৪১৭৩৫৫৫৯ ও০১৮৪১১৭৩৫৫৭৮। বর্ষপরিষদ,চট্টগ্রাম: ‘সকল অপশক্তি ডিঙিয়ে উন্মীলিত হোক বাংলাদেশ ও বাঙালি সত্তা’ এই শোগানকে উপজীব্য করে লালদীঘি মাঠে বর্ষবিদায় ও বর্ষবরণ কর্মসূচির আয়োজন করেছে বর্ষপরিষদ,চট্টগ্রাম। দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- উদ্বোধনী অনুষ্ঠান, ঢোলক বাদন, আবৃত্তি, নাচ, লোকগান, মাইজভাণ্ডারী ও মরমী গান, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দলীয় সঙ্গীত, বৃন্দ আবৃত্তি এবং কবিতা পাঠের অনুষ্ঠান। আজ তরণী দাসের দলের ঢোলক বাদনের মধ্য দিয়ে বর্ষবিদায়ের অনুষ্ঠান শুরু হবে বিকাল চারটায়। পহেলা বৈশাখ সকাল ৭ টায় ছন্দানন্দ সঙ্গীত একাডেমী উদ্বোধনী সংগীতের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব : চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবারের মতো এবারও ‘মেতে উঠি উৎসবে বৈশাখী আনন্দে’ শীর্ষক পহেলা বৈশাখ ১৪২১ বরণ উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সকাল সাড়ে ৯ টায় উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন। দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহায়তায় প্রেস ক্লাব সদস্যদের পরিবার নিয়ে এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় নারী সাংবাদিক সম্মাননা প্রদান, সাড়ে ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, বাঁশির সুর ও কথামালা রয়েছে এ সাংস্কৃতিক পর্বে। বাঙালির জাতীয় এ উৎসবে সদস্যসহ আমন্ত্রিত সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন। একুশে সংবাদ ডটকম/এমপি/১৩-০৪-১৪
Link copied!