AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌন প্রজননের ব্যাপারে পুরুষের মাঝে বহুল প্রচলিত যত ভুল ধারণা


Ekushey Sangbad

১০:৪৩ এএম, এপ্রিল ১৩, ২০১৪
যৌন প্রজননের ব্যাপারে পুরুষের মাঝে বহুল প্রচলিত যত ভুল ধারণা

xxxxxxxxxxxxxxxxxxxএকুশে সংবাদ : আমাদের সমাজে খুব ভুল একটা ধারণা এই যে সন্তান জন্ম দেওয়া, প্রজনন ও এই সংক্রান্ত সকল ব্যাপারের দায়িত্ব হলো নারীর, পুরুষের নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই অবহেলিত হচ্ছে পুরুষের প্রজনন স্বাস্থ্য। কোনো দম্পতির সন্তান না থাকলে, এমনকি ছেলে সন্তান না থাকলেও সম্পূর্ণরূপে মেয়েটিকে দোষারোপ করা হয়, অথচ সমস্যা পুরুষ এবং নারী যে কারোই থাকতে পারে! একেবারেই সাধারণ এসব ব্যাপারে শুধু পুরুষ নন, বরং সবারই জেনে রাখা উচিৎ। কেননা এইসব ভুল গুলো নিরীহ নয় মোটেই। বরং সব ভুল ধারণা লালন করার জন্য একজন পুরুষ পড়তে পারেন নানান রকম সমস্যায়। আসুন দেখে নেওয়া যাক যৌন প্রজনন, অর্থাৎ সন্তান ধারণ এবং জন্মদানের ব্যাপারে আমাদের কী কী ভুল ধারণা রয়েছে এবং এসবের পেছনে সত্যটা কী? - নারীদের মতো পুরুষের মাঝেও এমন একটা ধারণা রয়েছে যে প্রতিদিন শারীরিকভাবে মিলিত হলে তার সঙ্গিনীর গর্ভধারনের সম্ভাবনা বাড়বে। এ ব্যাপারটি আসলে কুসংস্কার ছাড়া কিছুই নয়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মিলিত হওয়া এবং একদিন পর পর মিলিত হওয়া দম্পতিদের মাঝে গর্ভধারণের মাত্রা একই রকম। এ ব্যাপারটি পুরোটাই নির্ভর করে নারী এবং পুরুষ কোন সময়ে উর্বর এবং সঠিক সময়ে তারা মিলিত হচ্ছে কিনা- তার ওপরে। - কিছু বিশেষ সময়ে পুরুষের শুক্রাণুর পরিমাণ বেশি থাকে। শীতকালে শুক্রানুর পরিমাণ বেশি থাকে, গ্রীষ্মে থাকে কম। সকাল বেলায় এই শুক্রাণু পরিমাণ বা স্পার্ম কাউন্ট থাকে সবচাইতে বেশি। এগুলোও ভীষণ একটি ভুল ধারণা! - মিলিত হবার সময়ে অনেকে লুব্রিক্যান্ট ব্যবহার করেন। অনেকের ধারণা এতে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এটা ভুল ধারণা। বরং এতে থাকতে পারে এমন সব উপাদান যাতে শুক্রাণুর কর্মক্ষমতা কমে যেতে পারে। - বাইসাইকেল ব্যবহারের ফলে পুরুষের প্রজননতন্ত্রের ওপরে কোনও প্রভাব পড়ে কি? বাইসাইকেলের সিটে আধাঘণ্টার বেশি বসে থাকলে (এবং এ সময়ে টাইট বাইক শর্টস পরে থাকলে) জননাঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শুক্রাণুর উৎপাদন কিছু সময়ের জন্য কমে যায়। দোষটা সাইক্লিং করার নয় বরং তাপমাত্রা বাড়ার। এ কারণে একটানা সাইক্লিং না করে একটু বিশ্রাম নেওয়া উচিৎ আর সাইকেলের সিট হওয়া উচিৎ বেশ চওড়া যাতে শরীরের ভার নিতম্বের ওপর পড়ে। - পুরুষের শরীরের ওজন অনেক সময়ে শুক্রাণুর উৎপাদনকে প্রভাবিত করে থাকে। অতিরিক্ত বেশি ওজনের ফলে যেমন শুক্রাণুর উৎপাদন ব্যহত হয়, তেমনি ওজন বেশি কম হলেও শুক্রাণুর উৎপাদন ব্যহত হয়। স্বাভাবিক ওজনের মানুষের স্পার্ম কাউন্ট অন্যদের চাইতে ২০ থেকে ২৫ গুণ বেশি হতে দেখা যায়। একুশে সংবাদ ডটকম/এমপি/১৩-০৪-১৪
Link copied!