AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন নয় দাতারা


Ekushey Sangbad

১১:৩৮ এএম, এপ্রিল ১৩, ২০১৪
বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন নয় দাতারা

IMF Greece Financial Crisisএকুশে সংবাদ : গত বছরের রাজনৈতিক অস্থিরতার পরও বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন নয় দাতারা বরং তারা বেশ আশাবাদী। সেই সঙ্গে তাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দিচ্ছে সংস্থাগুলো। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বক্তব্যে এ রকমই তথ্য উঠে এসেছে। খবর- দৈনিক জনকণ্ঠ গত ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল রোববার পর্যন্ত তিন দিনব্যাপী বিশ্বব্যাংক ও আইএমএফের স্প্রিং বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। এ বৈঠকের বিভিন্ন পর্বে আলোচনার সময় বাংলাদেশের আর্র্থিক খাতের ব্যাপক প্রশংসা করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া-প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক চ্যাংইয়ং রিহি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পারফরমেন্স নিয়ে আমরা উদ্বিগ্ন নই। ৬ শতাংশের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি একটি বড় বিষয়। যদিও গত বছরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রবৃদ্ধি সামান্য কমতির দিকে। কিন্তু এখন সেটি স্বাভাবিকতার দিকে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পথে ফিরে আসবে। তিনি বলেন, ৬ শতাংশ অথবা ৬ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি এটি খারাপ পারফরমেন্স নয়। এটি নিম্ন মাত্রার প্রবৃদ্ধিও নয়। আমরা বাংলাদেশের প্রবৃদ্ধির ব্যাপারে সজাগ রয়েছি। তবে এক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি বস্ত্রশিল্প এবং ব্যাংকিং সমস্যার দিকে। যদিও এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। এশিয়ার অর্থনীতি বিষয়ে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর এশিয়ার প্রবৃদ্ধি বাড়ছে। আমরা চেষ্টা করছি এ ধারাকে আরও এগিয়ে নিতে। আইএমএফ আশা করছে এশিয়ার প্রবৃদ্ধি গত বছরের ৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে চলতি বছরে হবে ৫ দশমিক ৪ শতাংশ এবং ২০১৫ সালে গিয়ে তা হবে ৫ দশমিক ৫ শতাংশ। একুশে সংবাদ ডটকম/এমপি/১৩-০৪-১৪
Link copied!