AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন করছেন বাংলাদেশি বংশদ্ভূত ফারুক


Ekushey Sangbad

০৬:৩৫ এএম, এপ্রিল ১৪, ২০১৪
ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন করছেন বাংলাদেশি বংশদ্ভূত ফারুক

hhhhhhhhhএকুশে সংবাদ :  ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে সদস্য পদে (এমইপি) নমিনেশান পেয়ে ফিনল্যান্ড থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত ফিনিশ নাগরিক ফারুক আবু তাহের। আগামী ২২-২৫ মে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফিনল্যান্ডের বামপন্থী রাজনৈতিক দল ‘ভাসেম্মিস্তা’ সমপ্রতি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলে ফারুক আবু তাহেরের প্রার্থিতা নিশ্চিত হয়। এরপর থেকেই তিনি জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সম্পর্কে আবু তাহের বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউরোপজুড়ে সবার সমান অধিকার শতভাগ নিশ্চিত করতে চাই আমি। কোয়ালিফিকেশন এবং লিডারশিপের গুণাবলী থাকা সত্ত্বেও অনেক সময় আমরা বিভিন্ন দেশে নিজেদের মেলে ধরতে পারছি না। নেতৃত্বের আসনে নিজেদের অধিষ্ঠিত করতে পারছি না। কিভাবে রাজনীতিতে আসলেন? তিনি বলেন, ২০০ আসন বিশিষ্ট ফিনিশ পার্লামেন্টে আমাদের দলের যে ১২ জন প্রভাবশালী এমপি রয়েছেন তাদের ২ জনের সাথে আমার অনেক আগে থেকেই ঘনিষ্ঠতা ছিলো এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হিলসিংকিতে পার্লামেন্ট হাউজে তারাই আমাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন ইউরো নির্বাচনে প্রার্থী হতে। এ সময় দুঃখ প্রকাশ করে বাংলাদেশি বংশোদ্ভূত আবু তাহের বলেন, ইউরোপের যেকোন দেশেই আইনত শতভাগ অবৈধ হলেও বাংলাদেশভিত্তিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বা অংশগ্রহণ বাংলাদেশিদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছে বছরের পর বছর। যা ইন্টিগ্রেশনের জন্য বিশাল প্রতিবন্ধকতা। প্রবাসে বাংলাদেশভিত্তিক রাজনীতি চর্চা পরিহার করে যার যার দেশের মেইনস্ট্রিম রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব মেধাকে কাজে লাগাবার আহ্বান জানান ফারুক আবু তাহের। উল্লেখ্য, বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়ার হরিপুর গ্রামের ফারুক আবু তাহের ২০০৮ থেকে স্থায়ীভাবে ফিনল্যান্ডে বসবাস করছেন। তার আগে বেশ ক’বছর তিনি সাইপ্রাসে ছিলেন। ফিনল্যান্ডে স্বল্প সময়ের বসবাস হলেও অনেকটা হঠাৎ করেই চলতি বছর তার মেইনস্ট্রিম রাজনীতিতে প্রবেশ ঘটে। একুশে সংবাদ ডটকম/এমপি/১৪-০৪-১৪
Link copied!