AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছয় বছরের আন্তর্জাতিক শিডিউল চূড়ান্ত


Ekushey Sangbad

০৫:০১ এএম, এপ্রিল ১৫, ২০১৪
ছয় বছরের আন্তর্জাতিক শিডিউল চূড়ান্ত

একুশে সংবাদ : আগামী ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের এফটিপি চূড়ান্ত হয়েছে। ভারত একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৬ সালে ঢাকায় আসবে। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাংলাদেশে সফরে আসবে এবং বাংলাদেশও পর্যায়ক্রমে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফর করবে।’ আইসিসির বোর্ড মিটিং শেষে সোমবার দেশে ফিরে সাংবাদিকদের এ কথা জানান পাপন। আইসিসি ফিউচার সূচির (এফটিপি) মধ্যে রয়েছে চলতি (২০১৪) বছরের জুলাইয়ের ভারত সফর। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এ ছাড়া আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ২০১৫ সালের জানুয়ারিতে পাকিস্তান সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি রয়েছে। জুনে ভারতের বিপক্ষে ২টি টেস্ট ও ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ থাকবে। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। জুলাই ও আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এবং অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২টি টেস্ট খেলবে টাইগাররা। ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট, ৭ ম্যাচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। অক্টোবরে ইংল্যান্ড সিরিজে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে। ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনে ২টি টেস্ট ও ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডিসেম্বর-জানুয়ারিতে ২টি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে ম্যাচ থাকছে। মে মাসে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজে ২টি টেস্ট, ৩ ম্যাচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০২০ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। একুশে সংবাদ ডটকম/আর/১৫-০৪-০১৪:
Link copied!