AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিবাহ ইচ্ছুক ও নববিবাহিত পুরুষদের জন্য অবশ্য পাঠ্য


Ekushey Sangbad

০৮:০৯ এএম, এপ্রিল ১৫, ২০১৪
বিবাহ ইচ্ছুক ও নববিবাহিত পুরুষদের জন্য অবশ্য পাঠ্য

একুশে সংবাদ  : বিয়ে করার মধ্যে দিয়ে আপনি একজন নারীর জীবনসঙ্গী হয়েছেন । আপনার সারা জীবনের সাথীটি নির্বাচনের সময় আল্লাহভীরু ও গুনবতী সাথী নির্বাচনের চেষ্টা করবেন । বিয়ের পর আপনার সঙ্গীর রুচি ও চাহিদার সাথে সমন্বয় করে একজন প্রিয়তম ও ভালো স্বামী হবার চেষ্টা করুন । এভাবে চেষ্টা করে দেখতে পারেন - ১ .আল্লাহতায়ালা আপনাকে একজন স্ত্রী দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করুন । ২.স্ত্রীকে বুঝবার চেষ্টা করুন । তার জ্ঞান -বুদ্ধি, মন -মানসিকতা, স্বভাব- প্রকৃতি, দক্ষতা- গুণাবলী দোষ ত্রুটি জেনে নিন । ৩.তার প্রিয় ও অপ্রিয় বিষয়গুলি জেনে রাখুন । এবং তা বুঝে চলুন । ৪.তাকে আপনার মনের মত গড়ে তুলুন ভালোবাসা দিয়ে । ৫ .তার যোগ্যতা, প্রতিভা ও গুণাবলী বিকাশে সহায়তা করুন । ৬.তার মাঝে যে সব দোষ ও ত্রুটি আছে কৌশলে সারিয়ে তুলুন । ৭.তাকে আন্তরিকভাবে ভালোবাসুন । গভীরভাবে ভালোবাসুন । বিবাহপূর্ব অন্য কোনো সম্পর্ক থাকলে ঝেঁটিয়ে বিদায় দিন মন থেকে । ব্লিচিং পাউডার দিয়ে ধূয়ে ফেলুন । এবং স্ত্রীকে ভালোবাসুন । ৮.সবসময় হাসি মুখে খুশি মনে কথা বলুন । ৯.তাকে সাথে নিয়ে বেড়াতে যান । ১০.চমত্কার ও ভদ্র আচরণ করুন । তার যে কাজ কিংবা গুণ আপনার ভালো লাগে তার প্রশংসা করুন । ১১.তার কাছে ভরসাপূর্ণ, বিশ্বস্ত ও ব্যক্তিত্ববান হোন । ১২.স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করুন । এমন নয় যে তার কথাই শুনতে হবে । দুজনে মিলে সম্ভাব্য সকল দিক যাচাই-বাছাই সিদ্ধান্ত নিন । ১৩.তার অবদানের স্বীকৃতি দিন । ১৪.তার মানসিক ও জৈবিক দাবী পূরণ করুন । ১৫.কথা -কাজে রাগে -অনুরাগে তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন । ১৬.স্ত্রীর ছোটো খাটো ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করুন । ১৭.তার ভালো দিক গুলো বিবেচনা করে মন্দদিক গুলি ভুলে থাকুন । ১৮.নিজেকে স্ত্রীর কাছে পরিছন্ন রাখুন । তার সাথে লুকোচুরি খেলবেন না । ১৯.তার আবদার রক্ষা করুন । ২০.আপনার জন্য কষ্ট করলে ধন্যবাদ জানান । ২১.তাকে বিশ্বাস করুন ,তার প্রতি আস্হা রাখুন । ২২.মাঝে মাঝে উপহার দিন । ২৩.সাধ্যানুসারে খাওয়া পরার ব্যবস্হা করুন । ২৪.স্ত্রীর মন রক্ষা করুন । ২৫.নিজের দায়িত্ব ও সংকট নিয়ে প্রয়োজন মত তার সাথে আলোচনা করুন । নিজের কর্মব্যস্ততার পরিধি তাকে জানিয়ে রাখুন । ২৬ .তাকে নিয়মিত হাতখরচ দিন । ২৭.সমোঝতা করে সংসার চালানোর দায়িত্বও স্ত্রীকে দিতে পারেন । ২৮.তার উপার্জিত অর্থ তাকেই খরচ করতে দিন । আপনি সেখানে হস্তক্ষেপ করবেন না । একুশে সংবাদ ডটকম/এমপি/১৫-০৪-১৪
Link copied!