AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিজড়াদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিল ভারত


Ekushey Sangbad

০৮:০৯ এএম, এপ্রিল ১৫, ২০১৪
হিজড়াদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিল ভারত

একুশে সংবাদ: এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট রূপান্তরকামী ও হিজড়াদের ‘তৃতীয়লিঙ্গ’ (third gender) হিসাবে মর্যাদা দিয়েছে। সেই সঙ্গে দেশটির কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে তাদের বিষয়ে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভারতের আদালতের দেয়া রায়ের নির্দেশনায় বলা হয়েছে, হিজড়া ও রূপান্তরকামীদের শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থানের সমানঅধিকার দিতে হবে। এতে তাদের প্রতি হেনস্থা ও লাঞ্চনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলাহয়েছে। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর উত্‍সবে মাতলেন রূপান্তরকামী ও হিজড়া সম্প্রদায়। ২০১৩ সালে এক রায়ে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করতে বলেছিল সুপ্রিম কোর্ট।ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ। যতক্ষণ না সংসদআইন করে এই ধারা লোপ করছে ততক্ষণ সমকামিতা আইনত অপরাধই থাকছে। এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির এই ধারাটি বৈষ্যমূলক এবংমৌলিক অধিকারের পরিপন্থী। দিল্লি হাইকোর্টের এই রায়ের সুবাদেই সমকামী এবংরূপান্তরকামীরা তাদের অধিকার অর্জনের পথে এগিয়েছিলেন বলে দাবি করা হত। শীর্ষ আদালতের বেঞ্চ বলে, "৩৭৭ ধারা বাতিল নয়। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ, সাজা হতে পারে যাবজ্জীবন পর্যন্ত।" একুশে সংবাদ ডটকম/আর/‌১৫/০৪/১৪
Link copied!