AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এগিয়ে গেল লিভারপুল


Ekushey Sangbad

০৮:৫০ এএম, এপ্রিল ১৫, ২০১৪
এগিয়ে গেল লিভারপুল

একুশে সংবাদ : ব্রেন্ডন রজার্স কথা দিয়েছিলেন, পচিশ বছরের পুঞ্জীভূত শোককে শক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিভারপুল। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে গতকাল অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে হিলসব্রো ট্র্যাজেডিতে নিহত সমর্থকদের দারুণ এক উপহারই দিলো রজার্সের শিষ্যরা। পাশাপাশি এই জয়ে, প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের আসনটা আরো শক্ত করলো লিভারপুল। স্বাগতিক দর্শকদের সামনে ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ফলাফলটাও আসে দ্রুতই। প্রতিপক্ষের সীমানায় বাড়ানো লুইস সুয়ারেজের থ্রু বল বক্সের মধ্যে পেয়ে যান আরেক স্ট্রাইকার রাহিম স্টার্লিং। সিটি গোলরক্ষককে পরাস্ত করে পোস্টের ডান প্রান্ত থেকে বল জালে জড়ান তিনি। গোলের পরও গতি না কমিয়ে আরো বেশি আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। স্টিফেন জেরার্ডের ক্রস হেডের মাধ্যমে জালে জড়িয়ে রেডস সমর্থকদের আরো একবার উল্লাসে ভাসান মার্টিন স্কারটেল। গোল পরিশোধে মরিয়া সিটি ব্যবধান কমায় ৫৭ মিনিটে। জেমস মিলনারের বাড়ানো বলকে বাম পায়ের দারুণ এক শটে জালে জড়ান তিনি। এর মিনিট ছয়েক বাদেই গ্লেন জনসনের আত্মঘাতি গোলে সমতায় ফেরে সিটি। এরপর দু'দলই আক্রমণ চালিয়ে গেলেও সফল হয় লিভারপুলই। ফিলিপে কটিনহোর এই গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্যনির্ধারণী। এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। অন্যদিকে, ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সিটি আছে দ্বিতীয় স্থানে। আর ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট চেলসি আছে দু'দলের মাঝখানে।
Link copied!