AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজ বিমান তল্লাশিতে মিনি সাবমেরিনের দ্বিতীয় দফার অভিযানের প্রস্তুতি


Ekushey Sangbad

১০:৪৯ এএম, এপ্রিল ১৫, ২০১৪
নিখোঁজ বিমান তল্লাশিতে মিনি সাবমেরিনের দ্বিতীয় দফার অভিযানের প্রস্তুতি

একুশে সংবাদ  : নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০ উদ্ধারে ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকায় মিনি সাবমেরিনের প্রথম দফার অভিযান শেষে মঙ্গলবার দ্বিতীয় দফার প্রস্তুতি চলছে। মনুষ্যবিহীন সাবমেরিনটিতে সুনার লোড করা আছে যা সমুদ্র তলদেশের মানচিত্র নিপুণভাবে তার মেমরিতে ধরে রাখবে। যৌথ তল্লাশি অভিযান সূত্র জানায়, সাড়ে ৪ হাজার মিটার পানির তলদেশে প্রায় ৬ ঘণ্টার অভিযান শেষে ব্লুফিন-২১ ভূপৃষ্ঠে ফিরে এসেছে। অভিযানের সময়কার সকল তথ্য তার মেমরিতে স্বয়ংক্রিয়ভাবে রক্ষিত রয়েছে। এগুলো এখন বিচার বিশ্লেষণ করা হবে। সাবমেরিনটির প্রায় ১৬ ঘণ্টার তথ্য সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এর আগে সোমবার তল্লাশি অভিযানের প্রধান অ্যাঙ্গাস হিউস্টন ওশেন শিল্ডের অভিযান বন্ধ ও ব্লুফিন-২১ এর অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, তল্লাশি অভিযানে নিয়োজিত থাকা ওশেন শিল্ড দিন শেষে তার কার্যক্রম বন্ধ করবে এবং মিনি সাবমেরিন ব্লুফিন-২১ শিগগিরই মোতায়েন করা হবে। তিনি বলেন, আমরা শেষ সংকেত শনাক্ত করেছি গত ৬দিন আগে। এরপর আর কোনো সংকেত পাইনি। তাই সময় এসেছে পানির নিচে তল্লাশি চালানোর। তিনি জোর দিয়ে বলেন, বিমানের ব্ল্যাক বক্সের ব্যাটারি সাধারণত ৩০ দিন পর্যন্ত সচল থাকে। অথচ বিমানটি নিখোঁজ রয়েছে ৩৮ দিন ধরে। তাই সমুদ্র তলদেশে তল্লাশির জন্য শিগগিরই যুক্তরাষ্ট্রের তৈরি ব্লুফিন-২১ মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য, গত ৮ মার্চ কুয়ালালামাপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০ উদ্ধারে ভারত মহাসাগরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/১৫/০৪/১৪
Link copied!