AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাহুল গান্ধীকে শিশুর সঙ্গে তুলনা করলেন মোদি


Ekushey Sangbad

১২:২৩ পিএম, এপ্রিল ১৫, ২০১৪
রাহুল গান্ধীকে শিশুর সঙ্গে তুলনা করলেন মোদি

একুশে সংবাদ : 'এমন প্রতিদ্বন্দ্বী পেয়েছি যার শৈশব কাটেনি, কখনও টফি চায় কখনও বা বেলুন' নাম না করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে এইভাবেই আক্রমণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার বিহারের হাজারিবাগে এক নির্বাচনী জনসভা থেকে রাহুলকে আক্রমণ করে মোদি একথা বলেন। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় গিয়ে গুজরাট মডেলের কটাক্ষ করে কখনও তাকে টফি মডেল কখনও বা বেলুনের সঙ্গে তুলনা করছেন রাহুল গান্ধী। এদিন সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, যাকে প্রতিদ্বন্দ্বী পেয়েছি তার শৈশব কাটেনি। কখনও টফি চান তো আবার কখনও বেলুন। মোদী বলেন, আমি ভেবেছিলাম এই নির্বাচনে ভাবগম্ভীর বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, আদভানী, সুষমা স্বরাজ, অরুণ জেটলিসহ দলের শীর্ষস্থানীয় নেতারা সকলেই যখন বিভিন্ন ইস্যু তুলে ধরছেন, সেখানে আমার বিপক্ষ প্রার্থী টফি, বেলুন নিয়েই বসে আছেন। মোদীর মতে, তার এখনও শৈশবই কাটেনি, দেশ যখন একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখোমুখি হতে চলেছে সেখানে গত দশদিন ধরে তিনি বেলুনকেই আঁকড়ে ধরে আছেন। যদিও বাচ্চারা দীর্ঘ সময় ধরে একটা জিনিসই ধরে থাকে না, তাই 'বেলুন' ছেড়ে উনি এখন 'টফি' ধরেছেন'। দর্শকভরা ময়দান থেকে মোদির বার্তা, আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার যা বয়স সেখানে তো বেলুন নিয়ে খেলতে পারি না। দেশের জনগণকেই ঠিক করতে হবে তারা কাকে চান? যে টফি, বেলুনের জন্য কান্না করে তাকে নাকি অন্য কাউকে? বিজেপি'র এই হেভিওয়েট নেতা বলেন 'ছোটবেলায় যখন আমি চা বিক্রি করতাম তখন আমি একটা টফিও পাইনি যদিও আমার লক্ষ্য ছিল ট্রফির দিকে। রাহুলের পাশাপাশি সোনিয়া গান্ধীসহ পুরো গান্ধী পরিবারকেই আক্রমণ করেন মোদি। তিনি বলেন, আমি খুবই অনুতপ্ত যে দেশের দুর্বল প্রশাসনের জন্য আমি প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে আক্রমণ করেছি, কখনও কখনও কটু কথাও বলেছি কিন্তু সম্প্রতি কয়েকটি বই প্রকাশের (মনমোহন সিং-এর মিয়িা সচিব সঞ্জয় বারুর লেখা বই) পর এখন বুঝতে পারছি যে মনমোহন সিং নন, এজন্য সোনিয়া এবং তার পুত্রই দায়ী, কোন কোন ক্ষেত্রে দায়ী সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা এবং জামাই রবার্ট ভদরাও। সবকিছুই সোনিয়া গান্ধীর নেতৃত্বেই ঘটেছে বলেও মোদির দাবি। একুশে সংবাদ ডটকম/আর/১৫-০৪-০১৪:
Link copied!