AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেসবুকে পরিবর্তন


Ekushey Sangbad

০৬:১৩ এএম, এপ্রিল ১৬, ২০১৪
ফেসবুকে পরিবর্তন

একুশে সংবাদ : সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নকশায় এবার এসেছে বেশ কিছু পরিবর্তন। অনেক ব্যবহারকারী ইতিমধ্যে নতুন নকশার ফেসবুক ব্যবহারের সুবিধা পেয়েছেন। ধীরে ধীরে বাকি ব্যবহারকারীরাও নতুন নকশার ফেসবুক পাবেন। শুরুতে ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলে এ পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ফেসবুকের বিভিন্ন পেজেও পরিবর্তন আনার কাজ শুরু করেছে ফেসবুক। আর নতুন ডিজাইন অনুযায়ী এক কলাম আকারে চলে আসছে ফেসবুক পেজ। অর্থাৎ ফেসবুক পেজের অ্যাডমিন কিংবা ব্যবহারকারী উভয়েই পেজে থাকা সব পোস্ট এক কলামেই দেখতে পাবেন। ইতিমধ্যে পেজের অ্যাডমিনরা প্রতিটি পেজের ওপর এ-সংক্রান্ত একটি বার্তাও পেয়েছেন। এক সপ্তাহের মধ্যেই নতুন ডিজাইনটি দেখা যাবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শুধু ডেস্কটপের জন্য বিশেষ এ ডিজাইনটি চালু করার কথা জানিয়েছে ফেসবুক। তাদের মতে, এতে করে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজনীয় সব তথ্য খুঁজে পাবেন। নতুন নকশার সুবিধা অনুযায়ী ফেসবুক পেজকে সাধারণ নিউজ ফিডের মতোই দেখাবে। এ ক্ষেত্রে বাম পাশে পেজের সব তথ্য, ছবি ও ভিডিও থাকবে। তবে শুরুতেই এমন পরিবর্তনে সমস্যায়ই পড়তে পারেন ব্যবহারকারীরা। তবে ফেসবুক জানিয়েছে ব্যবহারকারীরা কিছুদিন এ নকশায় ফেসবুক ব্যবহার করলেই নতুন সুবিধাগুলো বুঝতে পারবেন। নতুন সুবিধার মধ্যে অন্যতম অ্যাডমিন টুলসের আরও সহজ ব্যবহার, সহজে পেজ ইনসাইট দেখা, সহজে পেজ লাইকের বিস্তারিত ইত্যাদি। এর ফলে অ্যাডমিনরা পেজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন। নতুন নকশার ব্যাপারে বিস্তারিত জানা যাবে www.facebook.com/business/news/A-Streamlined-Look-for-Pages ঠিকানায়। একুশে সংবাদ ডটকম/এমপি/১৬-০৪-১৪ৃ
Link copied!