AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুধবার চালু হচ্ছে টি প্লাস টু


Ekushey Sangbad

০৬:২০ এএম, এপ্রিল ১৬, ২০১৪
বুধবার চালু হচ্ছে টি প্লাস টু

একুশে সংবাদ : অনেক হিসেব-নিকাশের পর অবশেষে বুধবার টি প্লাস টু স্যাটেলমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু হবে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত মাসে ডিএসই চিঠি দিয়ে তার সব ট্রেকহোল্ডারকে বিষয়টি জানায়। এরপর শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে আলোচনা করে ১৬ এপ্রিল টি প্লাস টু চালু করার সিদ্ধান্ত নেয় ডিএসই কর্তৃপক্ষ। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) গত বছরের ৩ নভেম্বর লেনদেনের সময়সীমা চার দিনের পরিবর্তে তিন দিন করা হয়। কিন্তু ডিএসইতে নানা কারণে টি প্লাস টু স্যাটেলমেন্ট চালুতে বিলম্ব হয়েছে। মার্চ মাসের গোড়ার দিকে লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত বিধিমালা স্যাটেলমেন্ট অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশন রেগুলেশন-১৯৯৮ সংশোধন করে। কিন্তু এতে সেটা বা্স্তবায়নে বাধ সাধেন বিদেশি বিনিয়োগকারীদের হয়ে লেনদেন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কাস্টোডিয়ান ব্যাংকগুলো। তারা নতুন পদ্ধতি চালুর জন্য কিছুটা সময় দেওয়া ও বিদ্যমান কিছু সমস্যা সমাধানের অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গ বৈঠক করে ডিএসই। ওই বৈঠকে কাস্টোডিয়ান ব্যাংকগুলো টি প্লাস টু চালুর বিষয়ে সম্মতি দেয়। সেদিনই ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা জানান, তারা ১৬ এপ্রিল নতুন পদ্ধতি চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে জানা যায়, নতুন নিয়ম অনুসারে এ, বি ও এন ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পন্ন হবে টি প্লাস টু তথা লেনদেনের তৃতীয় দিনে। একজন বিনিয়োগকারী শেয়ার কেনার পর তৃতীয় কার্যদিবসে তার বিও হিসাবে ওই শেয়ার জমা হবে। একইভাবে কোনো বিনিয়োগকারী শেয়ার বিক্রি করলে তৃতীয় কার্যদিবসে তার মূল্য পাবেন। আগে শেয়ার ও মূল্য পাওয়া যেত চতুর্থ দিনে। তবে জেড ক্যাটাগরির শেয়ার আগের মতই টি প্লাস নাইন হিসাবে লেনদেন হবে। একুশে সংবাদ ডটকম/এমপি/১৬-০৪-১৪ৃ
Link copied!