AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুচিত্রা-উত্তমের স্থলে রাইমা-যীশু


Ekushey Sangbad

০৭:১৪ এএম, এপ্রিল ১৬, ২০১৪
সুচিত্রা-উত্তমের স্থলে রাইমা-যীশু

একুশে সংবাদ :  রূপালী পর্দায় এবার তুলে ধরা হবে সুচিত্রা-উত্তমের পেশাগত জীবন।রাবরই সুচিত্রা তার ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছেন। সেই লক্ষেই তার ব্যক্তিগত নাওয় বরং পেশাগত দিকটি তুলে ধরা হবে এই সিনেমাতে। এই সিনেমায় সুচিত্রা-উত্তম চরিত্রে অভিনয় করবেন রাইমা সেন ও যীশু সেনগুপ্ত। প্রাথমিকভাবে সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘নায়িকা’। পরিচালনা করবেন অভিজিত চৌধুরী। অভিজিত জানিয়েছেন এটা কোন জীবনী ভিত্তিক সিনেমা হবে না। তিনি বলেন ‘এটা ফিকশনভিত্তিক কাজ। সুচিত্রা সেনের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই এর গল্প। তার জীবনের কয়েকটি বড় ঘটনা দেখানো হবে। সরাসরি সুচিত্রা নন, রাইমা অভিনয় করবেন মল্লিকা নামের চরিত্র। যিনি ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ান। এখানে শুধু তার পেশাগত জীবনটাকেই ফোকাস করা হবে। ব্যক্তিগত জীবনের কিছু থাকবে না।’ ইতিমধ্যে সিনেমাটি করার ব্যপারে নিশ্চিত করেছেন রাইমা সেন। তিনি বলেন, ‘গল্পটা সুন্দর। মা ( মুনমুন সেন) ও এটা পড়েছেন। আমাকে কিছু সাজেশন দিয়েছেন যেটা গল্পে কিছুটা বাস্তবতা যুক্ত করবে।' রাইমা সুচিত্রা চরিত্রে এবং যীশু সেনগুপ্ত উত্তম কুমারের চরিত্রে কাজ করবেন। এছাড়া পরমব্রত কাজ করতে পারেন পরিচালক অসিত সেনের চরিত্রে। যার হাত ধরে অভিনয়ে এসেছিলেন সুচিত্রা। আর সুচিত্রার স্বামী দিবানাথ সেনের চরিত্রে দেখা যেতে পারে শ্বাশ্বতকে। তবে উত্তম কুমারের চরিত্রকে খুব বেশি দেখানো হবে না। শুধু ঘটনার কারণে অন্যান্য নায়কদের মতো উত্তমও আসবেন। আগামী আগস্টে সিনেমাটির শুটিং শুরু হবে।
Link copied!