AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিসেফের সিফরডি বিভাগের প্রধানের ভোলা সফর


Ekushey Sangbad

১২:৩৯ পিএম, এপ্রিল ১৭, ২০১৪
ইউনিসেফের সিফরডি বিভাগের প্রধানের ভোলা সফর

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধি : ইউনিসেফের সিফরডি বিভাগের প্রধান নেন্স ওয়েবার ভোলায় ২দিনের সফল সম্পন্ন করে। গত সোমবার তিনি ভোলায় এসে সরকারি ও বেসরকারি ভাবে ইউনিসেফের পরিচালিত প্রজেক্ট পরিদর্শন করেন।  তার সফর কালে ভোলা ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের ফ্লিম শো দেখেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন, ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান তৌফিক হাসান, ইউনিসেফের সিফরডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার সঞ্চিত কুমার দাস, প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম সহ আরও অনেকে। এরপর ইউনিসেফের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত সিফরডি প্রকল্প পরিদর্শন করেন। তিনি পূর্ব ইলিশার একটি ওয়ার্ড ইউনিয়ন কমিটি সভা ও কিশোরী দলের সভা পরিদর্শন করেন ও তাদের সাথে কথাবার্তা বলেন। এসময় নেন্স ওয়েবার জানান, ভোলার কিশোরীরা অনেক আন্তরিক। তারা সিফরডির মাধ্যমে শিশু বিবাহ, এইডস, হাত ধোয়া সম্পর্কে অনেক কিছুই জানান। আমি আশা করি এই ধরনের বার্তাগুলো সবারই জানা উচিত। বিকালে তিনি কোস্ট ট্রাস্ট সিফরডি অফিসে এক সভায় অংশ নেয়। সভায় গত বছরে সিফরডি প্রকল্পে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ভবিষ্যতে সিফরডি প্রকল্প যে সব বিষয় নিয়ে কাজ করবে তা তুলে ধরেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরেন। মঙ্গলবার সকালে নেন্স ওয়েবার উত্তর দিঘলদী ইউনিয়নের পরিচালনা ও কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্পের যৌথ আয়োজনে উঠান সভা পরিদর্শন করেন। বিকালে তিনি ভেদুরিয়া ব্যাংকের হাট বাজারে স্বপল্লী শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় আইপিটি শো দেখেন। এর পরে তিনি ভোলা ত্যাগ করেন।
Link copied!