AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপনার সন্তানের জন্য ৭ টি বিপজ্জনক অ্যাপ


Ekushey Sangbad

০৫:৫৩ এএম, এপ্রিল ১৮, ২০১৪
আপনার সন্তানের জন্য ৭ টি বিপজ্জনক অ্যাপ

a kid with iPadএকুশে সংবাদ ডেস্ক :  "কুক চিলড্রেন" নামের একটি অর্গানাইজেশনের ডিজিটাল ও সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট ক্রিস্টিন পিকস সম্প্রতি একটি গুরুত্বপূর্ন ব্লগ পোস্ট করেছেন। যেহেতু তিনি নিত্য নতুন অ্যাপ নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাই তিনি তার এতদিনের অভিজ্ঞতার আলোকে সন্তানদের বাবা মাকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। স্মার্টফোনের অ্যাপ কীভাবে সন্তানদের জন্য ভয়াবহ হতে পারে সে দিকটি তিনি তুলে ধরেছেন। বাছাই করে ৭ টি অ্যাপ নিয়ে তিনি লিখেছেন। আজকাল স্মার্টফোন প্রায় সবার সাধ্যের মধ্যে। আর বিশেষ করে যারা শিক্ষিত তারা স্মার্টফোনে নানা রকম অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনার সন্তানও কিন্তু এদিক থেকে পিছিয়ে নেই। আপনার অগোচরে সে হয়ত ব্যবহার করছে কিছু বিপদজনক অ্যাপ্লিকেশন। কী সেগুলো? yikyak ইক ইয়াক (Yik Yak): এই অ্যাপটি প্রায় নতুন বলা চলে। এবং বিপদজনক অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। অ্যাপটি ব্যবহারকারীকে সর্বোচ্চ ২০০ ক্যারেক্টারের বার্তা (ইয়াক) পাঠাতে অনুমোদন দেয়। জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সেই বার্তা সন্নিকটের ৫০০ জন ভিন্ন ভিন্ন ব্যবহারকারী (ইয়াকার) দেখতে সক্ষম। এখানে বিপদটি হচ্ছে, ব্যবহারকারীরা অ্যাডাল্ট কনটেন্ট, অশোভন ও গালিগালাজপূর্ণ বার্তা পাঠিয়ে থাকে। যেহেতু কাছাকাছি ৫০০ জন সেই বার্তা পড়তে সক্ষম এবং শিশু কিশোররাও এর বাইরে নয়। কিভাবে ঠেকানো সম্ভব এই অশোভন বার্তা রিসিভ করা এবং পড়া থেকে? বেশ কয়েকটি স্কুলের ওয়াই-ফাই তে এই অ্যাপ ব্লক করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে শিশু কিশোর রা নিজেদের ব্যাক্তিগত তথ্যও আদান প্রদান করছে এই অ্যাপের মাধ্যমে যা জেনে যাচ্ছে আশে পাশের সবাই। snapchat স্ন্যাপচ্যাট (SnapChat): এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ছবি পাঠাতে পারে যা ১০ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। "ছবিটি এসেছে" এমন নোটিফিকেশন পাওয়ার পর, ছবিটি খুলে দেখার জন্য ট্যাপ করার সাথে সাথে ১০ সেকেন্ডের একটি টাইমার চালু হয়। ১০ সেকেন্ড পর সেন্ডার এবং রিসিভার উভয় প্রান্তেই ছবিটি অদৃশ্য হয়ে যায়। যদিও কেউ চাইলে স্বল্প সময়ে স্ক্রিনশট নিয়ে রাখতে সক্ষম। এই অ্যাপের মাধ্যমে অ্যাডাল্ট ছবি আদান প্রদান হচ্ছে খুব বেশি। অ্যাপটি শিশু কিশোরদের নাগালের বাইরে রাখা উত্তম। KiK কিক ম্যাসেঞ্জার (KiK Messenger): এটি একটি প্রাইভেট ম্যাসেজিং অ্যাপ এবং ১৮ বছর বয়সের কম বয়সীরা এই অ্যাপে খুব বেশি আকৃষ্ট। এর বেশ কিছু কারণ রয়েছে। অ্যাপটির মাধ্যমে শিশু কিশোর রা প্রাইভেট বার্তা পাঠাতে সক্ষম এবং কোন অবস্থাতেই বিষয়টি তাদের বাবা মা জানতে পারে না। কিক ম্যাসেঞ্জারে অপর প্রান্তের ব্যবহারকারী সম্পর্কে অবগত হওয়া খুবই কষ্টসাধ্য। এই সুযোগের সদ্বব্যবহার করছে দুঃষ্কৃতিকারীরা। অশোভন ও অ্যাডাল্ট কনটেন্ট সম্বলিত বার্তা পাঠাচ্ছে অ্যাপের মাধ্যমে এতে করে বখে যাচ্ছে উঠতি বয়সের কিশোর কিশোরীরা। Proof প্রুফ (Proof): ব্যবহারকারী চাইলে এই অ্যাপটির মাধ্যমে অন্যান্য অ্যাপ অদৃশ্য করে দেয়া সক্ষম। বাচ্চারা চাইলে তাদের স্মার্ট ডিভাইসের যে সকল অ্যাপ পছন্দ নয় সেগুলো অদৃশ্য করে দিতে পারে। প্রুফ অ্যাপটি খুলে শুধু নির্বাচন করতে হয় কোন অ্যাপ সে অদৃশ্য করতে চায়। বিষয়টি খুবই ভয়ানক, তবে ভাল সংবাদ হচ্ছে অ্যাপ স্টোরে এই অ্যাপটি আর নেই। তবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়ার আগে যদি আপনার সন্তান এটা ইনস্টল করে থাকে তাহলে সে এখনও অন্যান্য অ্যাপ অদৃশ্য করে ফেলতে সক্ষম। আপনি যখন ডিভাইসটি হাতে নিয়ে দেখবেন আপনার প্রয়োজনীয় অ্যাপটি নেই তখন মাথা খারাপ হওয়ার অবস্থা হতে পারে। সুতরাং বিষয়টি জেনে রাখা ভাল। এই অ্যাপটি সরিয়ে নেয়া হলেও একই ধরনের অন্যান্য অ্যাপ কিন্তু অ্যাপ স্টোরে নিত্য নতুন যোগ হচ্ছে। যেমনঃ হিডেন অ্যাপস, অ্যাপ লক, হাইড ইট প্রো ইত্যাদি। omegle ওমেগল (Omegle): আরেকটি ভয়াবহ অ্যাপ এটি। ২০০৮ সাল থেকে অ্যাপটি ব্যবহৃত হচ্ছে। ২০০৯ সালে এটায় যোগ করা হয় ভিডিও চ্যাট সুবিধা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভিডিও চ্যাটের সময় আপনার নিজস্ব কোন আইডেন্টিটি থাকবে না, এবং অপর প্রান্তেও একই অবস্থা। ভিডিও তে দেখা যাবে "You" এবং "Stranger" এই দুই নাম। এই অ্যাপ ব্যাবহারের জন্য রেজিস্ট্রেশনও প্রয়োজন হয় না, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এটাতে সংযুক্ত হওয়া যায়। ওমেগলের ফেসবুক পেইজে একটি লাইক দিলে সেই লাইক অনুসারে ম্যাচ করে আপনার চ্যাট পার্টনার নির্ধারণ করা হয়। শিশু কিশোরদের জন্য অ্যাপটি নিঃসন্দেহে বিপদজনক। whisper হুইসপার (Whisper): এটা একধরনের মিটিং অ্যাপ যা ব্যবহারকারী কে তার গোপন কথা পোস্ট করতে উৎসাহিত করে। পোস্ট টিতে আপনার নাম দেখা যাবে না তবে আপনি কোন জায়গা থেকে পোস্ট করছেন সেটা দেখতে পাবে অপর প্রান্তের ব্যবহারকারী। এমনকি ১ মাইলের ভেতর কে পোস্ট করেছে সেটা সার্চ করাও সম্ভব। এই অ্যাপের মাধ্যমে অলাইন রিলেশনশীপের মত ঘটনা ঘটছে কিন্তু কেউ জানে না অপর প্রান্তের ব্যবহারকারী আসলে কে। ভয়াবহ খবর হচ্ছে এই অ্যাপের মাধ্যমে রিলেশন তৈরি করে ১২ বছর বয়সী এক মেয়েকে নির্যাতন করে ওয়াশিংটনের এক ব্যাক্তি। ঘটনাটি গত বছরের। down ডাউন (Down): এই অ্যাপটির পূর্ব নাম ছিল "ব্যাং উইথ ফ্রেন্ডস", এবং এটি ফেসবুকের সাথে কানেক্টেড। ব্যাবহারকারীরা ২ টি ক্যাটেগরিতে তাদের ফেসবুক ফ্রেন্ডদের তালিকাবদ্ধ করতে পারে; এক ক্যাটেগরিতে রাখা হয় সে সকল ফ্রেন্ড যাদের সাথে ব্যবহারকারী সময় কাটাতে ইচ্ছুক এবং আরেক ক্যাটেগরিতে রাখা হয় যারা হুক আপের জন্য প্রস্তুত। অ্যাপটির স্লোগান হচ্ছে: “The anonymous, simple, fun way to find friends who are down for the night.” কি ভয়াবহ! সূএ:প্রিয় টেক।
Link copied!