AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার মহাশূন্যে সবজি চাষ!


Ekushey Sangbad

০৬:১৭ এএম, এপ্রিল ১৮, ২০১৪
এবার মহাশূন্যে সবজি চাষ!

একুশে সংবাদ : মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মহাকাশে ছোট একটি খামার পাঠিয়েছে। এতে নভোচারীরা নিজেদের জন্য চাষ করবে লেটুসসহ নানা ধরনের সবজি। এই ছোট খামারটি কক্ষপথে স্থাপন করা হবে। মহাশূন্যে যারা বিভিন্ন গবেষণার কাজে যায় তাদেরকে নভোচারী বলে। এরা একেকবার গেলে অনেক দিনের জন্যই যায়। খাওয়ার জন্য তাদেরকে দেওয়া হয় প্যাকেটজাত করা খাদ্য। তাদের তাজা সবজির চাহিদার কথা চিন্তা করে নাসা এই ধরনের প্রজেক্ট শুরু করে। তারা এই প্রজেক্টের নাম দেয় Veggie। মূলত কক্ষপথে সবজি কেমন উৎপাদন হবে তা নিয়ে পরীক্ষা এটি। এই লক্ষ্যে কেনেডি স্পেস সেন্টারের স্পেস লাইফ সাইন্স গবেষণাগারে একটি চেম্বার স্থাপন করা হয়। এতে লেটুস এবং গাজর উৎপাদন ভালো হয়। ঠিকঠাক মত চললে ভবিষ্যতে অন্যান্য সবজিওচাষ করা হবে বলে জানিয়েছে তারা। যেহেতু মহাকাশ নানান ধরনের মহাকাশযান এবং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভর্তি, তাই এটিকে অন্য যানের সঙ্গে আটকে থাকার মত করে তৈরি করা হয়েছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় গাছের চেম্বার। চেম্বারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাছের বৃদ্ধির সকল উপাদান নির্দিষ্ট সময়ে সরবরাহ করা যায়। এছাড়া অতিরিক্ত সকল উপাদান নিঃসরণের ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়া সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যপারটি খুবই সূক্ষভাবে সন্নিবেশ ঘটানো হয়েছে। ব্যক্তিগত মহাকাশ যাত্রা কোম্পানি স্পেস-এক্স এর ড্রাগন কার্গো মিশনে যাওয়ার সময় তারা এই ছোট খামারের চেম্বারটি নিয়ে গেছে। এটি কক্ষপথে স্থাপন করা হবে। এখন দেখার বিষয়, সেখানে সবজিগুলোর উৎপাদন কেমন হয়। যদি এই প্রজেক্ট সফল হয় তবে নভোচারীরা তাজা সবজি খাওয়ার প্রবল ইচ্ছা পূরণ করতে পারবে।
Link copied!