AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে সরকার গঠনে ভূমিকা রাখবে ১১৪ আসন


Ekushey Sangbad

০৬:৫৭ এএম, এপ্রিল ১৮, ২০১৪
ভারতে সরকার গঠনে ভূমিকা রাখবে ১১৪ আসন

ppppppppppএকুশে সংবাদ : ভারতের লোকসভা নির্বাচন শেষে কোন দল সরকার গঠন করবে তা নির্ভর করছে ১১৪টি আসনের ফলাফলের ওপর। এ আসনগুলোকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এ ১১৪টি আসনে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল মাত্র তিন শতাংশ ভোটে। এর অধিকাংশআসনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। এবারের নির্বাচনে হাওয়া যদি প্রকৃতই বিজেপির পক্ষে থাকে তাহলে আসনগুলোতে তারাই জয়ী হবে। অবশিষ্ট আসনগুলোও কংগ্রেস থেকে ছিনিয়ে নিতে পারে তারা। এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে পঞ্চম দফায় নির্বিঘ্নে ভোট হয়েছে। এ ধাপে ১২১টি আসনে ভোট সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গে গতকাল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ এই নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ।ভারতে সরকার গঠনে ভূমিকা রাখবে ১১৪ আসন জানা গেছে, ১১৪ আসনের মধ্যে উত্তর প্রদেশের ১৯, অন্ধ্রে ১১, গুজরাটে ৯, মহারাষ্ট্রে ৯ এবং কর্নাটকে ৯টি। বাকি আসনগুলো বিহার, ছত্তিশগড়, আসাম, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরালা, হিমাচল প্রদেশ, কাশ্মীর, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ূ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার। গতকাল এ আসনগুলোতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পাঁচটি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস বনাম বিজেপির মধ্যে। কোনো কোনো রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা সিপিএম বনাম তৃণমূল, বাম বনাম কংগ্রেসের মধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের লোকসভা ভোটে ৫৪৩ আসনের মধ্যে ১২০টি আসনে জয়ী প্রার্থীরা পঞ্চাশ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এ আসনগুলোকেই নিশ্চিত আসন বলা হয়। যার মধ্যে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর আসন রয়েছে। রয়েছে নরেন্দ্র মোদির বরোদা আসন। বারানসি নয়। এই আসনে বিজেপির মুরলী মনোহর যোশী নামমাত্র ভোটে জয়ী হয়েছিলেন। এবার তিনি কানপুর থেকে প্রার্থী। এই পরিসংখ্যান অনুযায়ী ৪২৩টি আসনে প্রার্থীরা পঞ্চাশ শতাংশ ভোটের কম ব্যবধানে জয়ী হন। এ আসনগুলোর হাতবদলের সম্ভাবনা প্রবল। একমাত্র পশ্চিমবঙ্গের বিয়ালি্লশটির প্রায় অর্ধেক আসনে প্রার্থীরা পঞ্চাশ শতাংশের বেশি ভোটে জয়ী হন। এখানে বেশিরভাগ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। যেখানে কংগ্রেসের দশজন প্রার্থী এভাবে জয়ী হন। উত্তর প্রদেশের আশিটি আসনের মধ্যে নয়টিতে জয়ের ব্যবধান পঞ্চাশ শতাংশের বেশি। অধিকাংশ আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। গুজরাট ও কেরালায় আট প্রার্থীর জয় নিশ্চিত। অন্ধ্রে মাত্র একজন প্রার্থীই পঞ্চাশ শতাংশের বেশি ভোটে জয়ী হন। এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে ১২টি রাজ্যের ১২১টি আসনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে লোকসভার অর্ধেক আসনে ভোট পর্ব শেষ হলো। কর্নাটকে ৬৬ শতাংশ, উত্তর প্রদেশ ৬২, মনিপুরে ৮০, রাজস্থানে ৬৩.২৫, বিহারে ৫১.৭৩, মহারাষ্ট্রে ৫৪.৬৭ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও উড়িষ্যা ৭০, ছত্তিশগড়ে ৬৩.৪৩, জম্মু কাশ্মীর ৬৯ শতাংশ ভোট পড়ে। পরের পর্যায়গুলো অনুষ্ঠিত হবে ২৪, ৩০ এপ্রিল, ৭ এবং ১২ মে। ফল প্রকাশিত হবে ১৬ মে। গতকাল যে ১২১টি আসনে ভোট হয়েছে, সেখানে বর্তমানে কংগ্রেসের সহযোগীসহ ৪৫ এবং বিজেপির সহযোগীসহ ৪৭টি আসন রয়েছে। রয়টার্স সংবাদ সংস্থার মতে, এ আসনগুলোতে বিজেপি এগিয়ে থাকছে। ৯ ধাপের নির্বাচনের মধ্যে গতকাল সর্বাধিক আসনে ভোট হয়েছে। এর মধ্যে কর্নাটকের সবক'টি আসনে ভোট সম্পন্ন হয়েছে।উত্তর প্রদেশের যে ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে প্রায় ৪৯ শতাংশ ভোটার মুসলিম সম্প্রদায়ের। তাদের ভোটের ওপর নির্ভর করছে কংগ্রেস, সমাজবাদী ও বহুজন সমাজবাদী পার্টির ভবিষ্যৎ। বড় রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশেও ভোট হচ্ছে। উত্তর প্রদেশের পিলিভিট আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানেকা গান্ধী। একুশে সংবাদ ডটকম/আর/১৮/০৪/১৪
Link copied!