AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লংমার্চের নামে নৈরাজ্য করলে ছাড় দেয়া হবে না: হাছান মাহমুদ


Ekushey Sangbad

০৭:৩৩ এএম, এপ্রিল ১৮, ২০১৪
লংমার্চের নামে নৈরাজ্য করলে ছাড় দেয়া হবে না: হাছান মাহমুদ

একুশে সংবাদ : তিস্তা অভিমুখে লংমার্চের নামে নৈরাজ্য করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণ ও দেশবাসীর জানমাল রক্ষার জন্য সরকার সর্বদা সচেষ্ট থাকবে। কোন ধরণের নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, যে দলের নেত্রী দিল্লীতে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইতে পারেননি এখন তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা চান! মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, সম্প্রতি মির্জা ফখরুল এক জনসভায় বলেছেন, সবাইকে তারেক রহমানের মত পড়া-লেখা করতে হবে। আমরা যদি তারেকের মত পড়া-লেখা করি তবে শহরে পড়া লেখা করে গ্রামের স্কুলে গিয়ে নকল করে পাশ করতে হবে। তিনি বলেন, কর্নেল অলি এক নিবন্ধে লিখেছিলেন, স্বাধীনতার ঘোষণা পাঠ করার কথা ছিল তার। কিন্তু তিনি নিজে না করে তার সিনিয়র জিয়াউর রহমানকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করিয়েছেন। সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ. হাজী সেলিম, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সমবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ। একুশে সংবাদ ডটকম/আর/১৮/০৪/১৪
Link copied!