AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সূচক বাড়লেও কমেছে লেনদেন


Ekushey Sangbad

০৭:৪৬ এএম, এপ্রিল ১৮, ২০১৪
সূচক বাড়লেও কমেছে লেনদেন

একুশে সংবাদ : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারেই বেড়েছে সূচক। তবে দিনে শেষে কমছে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৪৫৯৮ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৭০৩ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ্ সূচক ২ দশমিক শূন্য ১ পয়েন্ট  বেড়ে দাঁড়িয়েছে ১০৩৪ দশমিক ৯৩ পয়েন্টে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৬৮ পয়েন্টে। লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬১ লাখ ৩ হাজার টাকা। ডিএসইতে লেনদেনকৃত ২৮৫টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেনের পরিমাণ ৪৪৪ কোটি ৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি ৪৪ লাখ টাকা কম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডা.,পদ্মা অয়েল, গ্রামীণফোন, বিএসসি, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স  ও  ফ্যামিলি টেক্স। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : এএফসি এগ্রো, সেন্ট্রাল ফার্মা, তৃতীয় আইসিবি মিচ্যুয়াল ফান্ড., বেঙ্গল উইন্সডোর, প্রিমিয়ার সিমেন্ট, আইএসএন লি., একটিভ ফাইন, লিবরা ইনফিউশন, স্যালভো কেমিক্যাল ও  গ্রীনডেল্টা   ইন্সু.। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : যমুনা ব্যাংক, রূপালী লাইফ, কন্টিনেন্টাল ইন্স্যু., প্রগতি লাইফ, নর্দান ইন্স্যু., প্রোগেসিভ লাইফ, সপ্তম আইসিবি মি.ফা.,  এপেক্স স্পিনিং, উসমানিয়া গ্লাস ও  ম্যারিকো ইন্ডা. একুশে সংবাদ ডটকম/এমপি/১৮-০৪-১৪
Link copied!