AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোদিকে হিটলার, মুসোলিনি, ইদি আমিনের সঙ্গে তুলনা


Ekushey Sangbad

০৮:০০ এএম, এপ্রিল ১৮, ২০১৪
মোদিকে হিটলার, মুসোলিনি, ইদি আমিনের সঙ্গে তুলনা

একুশে সংবাদ : কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত 'স্বৈরশাসক' অ্যাডলফ হিটলার, মুসোলিনি, ইদি আমিন ও জিয়া-উল-হকের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত স্বৈরশাসক’; যেমন- গুজরাটে মোদি ও উগান্ডায় ইদি আমিনের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে। তারা বিচারক, জুরি ও আইনজীবী- একের মধ্যেই সব। তাদের কোন সহানুভূতি নেই, করুণা নেই। যেহেতু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, তাদের দ্বারা কোন ভুল হবেই না, তারা কখনও ক্ষমা চান না। সমবেদনা ও ক্ষমা প্রার্থনা বিজেপি ও মোদির স্বভাব বিরুদ্ধ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী মোদি অনেকবারই বলেছেন, ২০০২ সালে গুজরাট দাঙ্গায় ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই নেই। তার মতে, জনগণের আদালতে তিনি এরই মধ্যে বিচার পেয়েছেন। সিংভি উল্লেখ করেন, হিটলার ও মুসোলিনি নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। একই ঘটনা ঘটেছিল ইদি আমিন ও জিয়া উল-হকের ক্ষেত্রেও। একুশে সংবাদ ডটকম/আর/১৮/০৪/১৪
Link copied!