AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিনা পয়সায় গান গেয়ে যাবেন বাপ্পি লাহিড়ী


Ekushey Sangbad

০৯:২৪ এএম, এপ্রিল ১৮, ২০১৪
বিনা পয়সায় গান গেয়ে যাবেন বাপ্পি লাহিড়ী

একুশে সংবাদ : শ্রীরামপুরের প্রার্থী বাপ্পি লাহিড়ীকে ঘিরে ভিড়ের একটা বাড়তি উৎসাহ আর আমেজ বইছিল। আদভাণীর পাশে দাঁড়িয়ে বাপ্পিবাবু বাংলা-হিন্দি মিশিয়ে গানে-কথায় আসর মাতান। পাশ থেকে অনুরোধ উড়ে এসেছিল, দাদা একবার উ লা লা (বাপ্পির জনপ্রিয় গান) হয়ে যাক। উত্তরে বাপ্পিদা বলেন, এখন ওই গান হবে না। উল্টে দেবো, পাল্টে দেবো (এটিও বাপ্পিদার গান) গানও এখন হবে না। ১৭ মে (আগের দিনই ভোটের ফলপ্রকাশ) উল্টে দিয়ে এসে পাল্টে দিয়ে এসে তখন ওই গান গাইব। তবে গানবাজনা থেকে জনতাকে একেবারে নিরাশ করেননি বাপ্পি। ‘অটলজিকে প্রণাম, আদভাণীজিকে প্রণাম’ এই গানে মাতিয়েছেন সভা। ‘চিরদিনই তুমি যে আমার’ তা-ও গেয়েছেন দু’কলি। বাপ্পিদাকে নিয়ে তৃণমূল চটুল গানের সিডি তৈরি তাকে নানা ভাবে কটাক্ষ করছে বলে এর আগে অভিযোগ তুলেছেন বাপ্পি। ঈষৎ অভিমানের সুরেই তিনি জানিয়েছেন, প্রয়োজনে এ সব নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশও জানাতে পারেন। এ দিন বাপ্পিদা বলেন, ভোটে জিতি-হারি, একটা কথা দিয়ে যাচ্ছি। যখনই ডাকবেন, শ্রীরামপুর-চন্দননগরে এসে বিনা পয়সায় গান গেয়ে যাব। এ কথা শোনার পর করতালি থামতে সময় নিল বেশ খানিকটা। একুশে সংবাদ ডটকম/আর/১৮/০৪/১৪
Link copied!