AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তালায় মায়ের কবর জিয়ারত করতে যেয়ে সড়ক দূর্ঘটনায় পুত্র নিহত


Ekushey Sangbad

০৩:৪৯ পিএম, এপ্রিল ১৮, ২০১৪
তালায় মায়ের কবর জিয়ারত করতে যেয়ে সড়ক দূর্ঘটনায় পুত্র নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : মায়ের কবর জিয়ারত করা হলো না তালার নওয়াপাড়া গ্রামের যুবক ইনছার আলী সরদার (২৫) এর। সড়ক দূর্ঘটনার শিকার হয়ে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরতে হলো তার। ঘটনাটি আজ শুক্রবার সকালে উপজেলা শিরাশুনী গ্রামে ঘটে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার সময় এদিন সন্ধ্যায় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। দূর্ঘটনায় ইনছারের পিতা মমিন সরদার (৫৮) আহত হয়েছেন। জানা গেছে, ২০১১ সালের ভয়াবহ বন্যার সময় ১৮ এপ্রিল ইনছারের মা মারা যান। কিন্তু সেসময় পানিতে প্লাবিত নওয়াপাড়া গ্রামে তাকে দাফন করার জায়গা না থাকায় পাশ্ববর্তি কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে মরহুমার দাফন করা হয়। আজ শুক্রবার মায়ের তৃতীয় মৃত্যু বাষিকী উপলক্ষ্যে ইনছার আলী একটি মটোরসাইকেল ভাড়া নিয়ে নিজে চালিয়ে হিজলডাঙ্গা যাচ্ছিলেন মায়ের কবর জিয়ারত করতে। মটোরসাইকেলের পিছনে ছিলেন ইনছারের পিতা মমিন সরদার। পথিমধ্যে তালার শিরাশুনী গ্রামে পৌছলে ইনছার আলী মটোরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এসময় মটোরসাইকেলটির সাথে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত ইনছার আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেবার সময় সন্ধ্যায় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। অপরদিকে তাঁর পিতা মমিন সরদারকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ইনছার আলী খুলনা বিএল কলেজ থেকে চলতি বছর মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ন হয় এবং সেখানে প্রাইভেট পড়াতো। মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইনছার আলী বাড়িতে আসে।
Link copied!