AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুখে বলো না, ভালোবাসি


Ekushey Sangbad

০৫:৩৫ এএম, এপ্রিল ২০, ২০১৪
মুখে বলো না, ভালোবাসি

eeeeeeeeeeeeeeeএকুশে সংবাদ : ভালোবাসা একটি স্বর্গীয় দান। এ ভালোবাসা প্রেমিক-প্রেমিকার মধ্যে হতে পারে, বাবা-মায়ের মধ্যে হতে পারে, হতে পারে ভাই-বোনদের মধ্যে, এমনকী বন্ধু-বান্ধব যেকারো প্রতিও মনের এই গহীন টান অনুভূত হতে পারে। ভালোবাসা প্রকাশভঙ্গি একেক জনের একেক রকম। অনেকে সরাসরি ভালোবাসার কথা বলতেই বেশি পচ্ছন্দ করেন। কেউ আবার মনের মানুষকে বলতেই চান না ভালোবাসার কথা। ভালোবাসার মানুষটি বুঝে নেবে এটিই তাদের প্রত্যাশা। তবে কোনো না কোনো ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে কিন্তু সবাই ভালোবাসে। খুব বেশি কিছু করতে হবে না, ব্যস্ত জীবন থেকে পচ্ছন্দের মানুষের জন্যে একটু সময় বরাদ্দ করুন। আপনি হয়তো কাজ নিয়ে অনেক ব্যস্ত। অনেক মিটিং ,কাজের ঝামেলা থাকতো পারে। কিন্তু এর মধ্যেও ফোন করে প্রিয়জনের খোজঁ নিতে পারেন। তাদের ভালো- মন্দ অবস্থা জানতে পারেন। এ ছাড়াও মাঝে মাঝে আপনি  তাদের কে নিয়ে বাইরে কফি হাউজে বা ক্যাফেতে যেতে পারেন। সময় দিলে আপনাদের ঘনিষ্ঠতা বাড়াতে পারবে একথা নিশ্চিত। নিরবে ভালোবাসা প্রকাশের আরও এক সহজ উপায় হচ্ছে প্রিয়জনের কথা শুনুন। হোক সেটা অপ্রয়োজনীয়, বিরক্তকর এমন কি সে কথাটি আপনি যদি আগেও কয়েকবার শুনে থাকেন তাহলেও শুনবেন। কারণ আপনি যে তার প্রতি নমনীয় তা নিঃশব্দে বোঝানোর অন্যতম উপায় এটি। চুম্বন এবং আলিঙ্গন ভালোবাসা প্রকাশে জাদুর কাঠির মতো কার্যকরী। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে পছন্দের মানুষটিকে চুম্বন করতে পারেন অথবা তাদের সঙ্গে আলিঙ্গন করতে পারেন। এতে আপনি যে তাদের অনুভব করছেন তা বুঝানো যাবে এবং তারাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে। প্রিয়জনের এবং আপনার জীবনকে সহজ করে তুলুন। জীবন কে সহজ করা মানে অর্থ-বৈভবে ভরিয়ে তোলা নয়। বরং  তাদের জীবনের সমস্যাগুলো কে সমাধান করে তাদের জীবনকে সুখময় করা। আপনার পছন্দের ব্যক্তিটিকে আকস্মিকভাবে উপহার দিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। উপহার পেতে কার না ভালো লাগে বলুন, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষের দেয়া, তাহলে তো কথাই নেই। প্রিয় মানুষটির জন্মদিনে অথবা বিশেষ কোন দিনে তাকে কোন উপহার দিয়ে তাকে বিস্মিত করতে পারেন এতে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে । পছন্দের মানুষটি থেকে দূরে থাকলে তাকে কেয়ার প্যাকেজ পাঠিয়ে তার খোঁজ খবর নিতে পারেন। এতে একসঙ্গে দুটি উদ্দেশ্যে হাসিল হবে। খোঁজ নেয়াও হবে আবার তাকে চমকে দেয়াও হবে। প্রয়োজনীয় জিনিস বা উপহার প্যাকেট করে পাঠাতে পারেন। এতে দূরে থাকলেও প্রিয়জনের প্রতি আপনি যতœবান এটি প্রকাশ পাবে। বিভিন্ন উৎসবে, ছুটির দিন অথবা বিশেষ দিনে প্রিয় মানুষটির জন্য তার পছন্দের খাবার রান্না করুন। এটি ভালোবাসা প্রকাশের সবচেয়ে কার্যকরী মাধ্যম। মানুষ মাত্রই ভুল। পছন্দের মানুষটি যদি ভুল করে তাহলে তাকে ছেড়ে না দিয়ে সমর্থন করুন। এই সময়ে প্রিয় মানুষটির আন্তরিকতা একান্তই কাম্য। র্দুদিনে তাকে ছেড়ে যাবেন না। বরং বোঝানোর চেষ্টা করুন, যা হবার হয়েছে, আমি সঙ্গে আছি। একুশে সংবাদ ডটকম/এমপি/২০-০৪-১৪
Link copied!