AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুল বই পড়েছে বালক


Ekushey Sangbad

০৫:২৭ এএম, এপ্রিল ২১, ২০১৪
 ভুল বই পড়েছে বালক

eeeeeee একুশে সংবাদ : নিজের পিতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের প্রথম অবৈধ রাষ্ট্রপতি বলে ঝিমিয়ে পড়া রাজনীতিতে রীতিমত সাইক্লোন তুলে দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসার জন্য লন্ডনে আছেন। আইনের দৃষ্টিতে তিনি ফেরারি। সেখানে তিনি একের পর এক বিতর্কিত কথা বলছেন, আর দেশে তার ইকো তুলছেন তার মা বেগম খালেদা জিয়া আর মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকারা। তারেক রহমান ইতিহাসের যেই সময়ের কথা বলছেন, সেই সময়ের স্মৃতি তার মনে থাকার কথা নয়। তিনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিচ্ছেন। কিন্তু যারা তার কথায় তাল দিচ্ছেন, তারা তো জানেন, তারেক রহমান যা বলছেন, তা সত্যি নয়। যদি সত্যিই হতো তাহলে তেতাল্লিশ বছর পরে কেন? ৭৫এর পর টানা ৬ বছর জিয়াউর রহমান বাংলাদেশের সর্বেসর্বা ছিলেন। ৯১এর পর বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তারা কেউ ইতিহাসের এত বড় ভুল শুধরানোর উদ্যোগ নিলেন না কেন? অন্য সবার কথা বাদ, জিয়াউর রহমান নিজে কখনো নিজেকে প্রথম রাষ্ট্রপতি তো দূরের কথা নিজেকে স্বাধীনতার ঘোষক বলেও দাবি করেননি। খালেদা জিয়া ক্ষমতায় এসে ১৫ আগস্টকে নিজের জন্মদিন হিসেবে আবিস্কার করলেও স্বামীকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেননি। জিয়াউর রহমান নিজে যেটা করেননি, তার স্ত্রী যেটা করেননি, তার সুযোগ্য সন্তান এখন সেই চেষ্টা করছেন। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, জিয়াউর রহমান যদি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হবেন, তাহলে ১৭ এপ্রিল প্রবাসী সরকারের শপথের দিনে তিনি কোথায় ছিলেন? তারই তো দায়িত্ব হস্তান্তর করার কথা। তারেক রহমান যা বলেছেন, তার চেয়ে যেভাবে বলেছেন, সেটা অনেক বেশি আপত্তিকর। জিয়াউর রহমান নিজে কখনো অন্তত প্রকাশ্যে বঙ্গবন্ধুকে অসম্মান করে কোনো কথা বলেননি। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও একই কথা সত্যি। কিন্তু তারেক রহমানের পুরো বক্তব্যে বঙ্গবন্ধুকে খাটো করার, তাচ্ছিল্য করার চেষ্টা আছে। রাজনৈতিক ভিন্ন আদর্শের হলেই প্রতিপক্ষের একজন নেতাকে অবজ্ঞা করতে হবে কেন? তারেক রহমান বারবার বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গিয়ে ‘সে’ বলছিলেন, যা খুব কানে লাগে। অন্তত ‘তিনি’ বলতে পারতেন। এটা খুবই শঙ্কার। ভালো না মন্দ হবে, সেটা আলাদা বিবেচনা, কিন্তু তারেক রহমানই বাংলাদেশের প্রধান দুই দলের একটির হাল ধরবেন এটা নিশ্চিত। তারেকের মত তরুণ নেতৃত্বের কাছে জাতি আরো বেশি সৌজন্য আশা করে। লন্ডনে অবসর সময়ে তারেক প্রচুর পড়াশোনা করছেন, এটা খুব সুখের খবর। কিন্তু তারেক রহমানের পাঠাভ্যাসের কথা জেনে আমার রফিক আজাদের একটি কবিতা মনে পড়ে গেল- ‘বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে বালক ভুল করে নেমেছে ভুল জলে, বালক ভুল করে পড়েছে ভুল বই পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই... একুশে সংবাদ ডটকম/এমপি/২১-০৪-১৪
Link copied!