AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের সবুজ পাহাড়


Ekushey Sangbad

০৬:২৬ এএম, এপ্রিল ২১, ২০১৪
বান্দরবানের সবুজ পাহাড়

jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjএকুশে সংবাদ : কেওক্রাডং শব্দটি মারমা ভাষায়, যার বাংলা অর্থ সবুজ পাহাড়। বান্দরবান পার্বত্য জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডংকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। বান্দরবানের মতো সারি সারি পাহাড়, তার সঙ্গে পাহাড়ে বসবাসরত ১১টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস দেশের অন্য জেলাগুলোতে দেখা যায় না। আদিবাসী সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক আর দর্শনীয় স্থানের কারণে দেশ-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় বান্দরবান। দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বতশৃঙ্গ বান্দরবানেই অবস্থিত। একসময় কেওক্রাডংকে দেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিসেবে ধরা হলেও এখন সে স্থান দখল করেছে বিজয় (তাজিংডং)। শুক্রবার কেওক্রাডংয়ের টানে ছুটে গিয়েছিলেন ঢাকা থেকে আসা কয়েকজন দর্শনার্থী। সাংবাদিক ও লেখক শফিক হাসান, হিরণ্ময় হিমাংশু, লেখক ড. মাসুদুল হক, মোল্লা শরীফ, সৌম ঢাকা থেকে বান্দরবান সফরে আসেন। কেওক্রাডংয়ের টানেই পাহাড়ের প্রচণ্ড রোদ উপেক্ষা করে ছুটে যান দর্শনীয় কেওক্রাডংয়ে। এই ব্যাপারে সাংবাদিক শফিক হাসান জানান, কেওক্রাডংয়ের পাশেই আদিবাসীদের ছোট ছোট গ্রাম, তাদের জীবনযাপন আর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সত্যি দেখার মতো। তাজিংডং চিহ্নিত হওয়ার আগ পর্যন্ত কেওক্রাডং ছিল দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা প্রায় ৪,৩৩২ ফুট। এটিও জেলার দুর্গম রুমা উপজেলায় অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌজন্যে রুমা সদর থেকে কেওক্রাডংয়ের নিকটবর্তী বগা লেক পর্যন্ত একটি রাস্তা নির্মিত হয়েছে। ফলে গাড়িতে চড়ে সহজেই বগা লেক গিয়ে তারপর পায়ে হেঁটে এ পাহাড়ে যাওয়া যায়। যাওয়ার পথে দুর্গম এই জনপদের পাহাড়ি দৃশ্যের সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মন কাড়বেই। স্থানীয় গাইড লেলুং খুমির মতে, কেওক্রাডং ভ্রমণে যাওয়ার ভালো সময় শীতকাল, গ্রীষ্মে আর বর্ষায় সেখানে যাওয়া অনেক কষ্টকর। প্রসঙ্গত, গত বছরের ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেওক্রাডং পাহাড় সফর করে এখানে একটি স্মৃতিফলক উন্মোচন করেন, দর্শনীয় কেওক্রাডং দেখে মুগ্ধ হন স্বয়ং প্রধানমন্ত্রী। একুশে সংবাদ ডটকম/এমপি/২১-০৪-১৪
Link copied!