AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে মানববন্ধন


Ekushey Sangbad

০৬:৩৩ এএম, এপ্রিল ২১, ২০১৪
রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে মানববন্ধন

kkkkkkkkkএকুশে সংবাদ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। সোমবার দুপুর ১২টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। রোববার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান মিল্লাত এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গে হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার বৈঠক করার কথা। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, রোববার রাত পৌনে ১১টায় রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় বোয়ালিয়া থানার ওসি সায়েদুর রহমানকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। হামলার সময় ইন্টার্ন চিকিৎসকরা কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন। এ ছাড়া, হাসপাতালের বিভিন্ন কক্ষে হামলা ও ভাঙচুর করা হয়। হামলায় গুরুতর আহত টিভি চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন আবু রায়হান ও যমুনা টিভির ক্যামেরাপারসন রাসেল মাহমুদকে মহানগরীর লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই রাসেল মাহমুদকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলার ঘটনার প্রতিবাদে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন সাংবাদিকরা। একুশে সংবাদ ডটকম/এমপি/২১-০৪-১৪
Link copied!