AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাঁত ভেঙে লিপ প্লেট তৈরির এক নিষ্ঠুর খেলা


Ekushey Sangbad

০৯:৩২ এএম, এপ্রিল ২১, ২০১৪
দাঁত ভেঙে লিপ প্লেট তৈরির এক নিষ্ঠুর খেলা

একুশে সংবাদ ডেস্ক : আফ্রিকার দারিদ্রক্লিস্ট দেশ ইথিওপিয়ার সুরি নামক এক জাতি গোষ্ঠীর এই নিষ্ঠুর লেখা দেখে এখন তুলপার সাইবার দুনিয়া। টাকা জন্য তারা দাঁত ভেঙে তার মধ্যে ডিস্ক ঢুকিয়ে তৈরি করে লিপ প্লেট। প্রচন্ড ব্যথা লাগলেও মোটা অঙ্কের অর্থ পাবার আশায় তারা এটা করে যাচ্ছে। বয়ঃসন্ধিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে খুব জোরে মেয়েদের বেশীরভাগ দাঁত ভেঙে দেওয়া হয়। রক্ত ভেসে যাওয়া অবস্থাতেই এরপর ক্রিকেট ব্যাটের মত দেখতে একটা জিনিস সেখান থেকে বের করা হয় । একে বলা হয় লিপ প্লেট। যে মেয়ের লিপ প্লেট যত বড় হবে, বিয়েতে তার বাবা-মা তত পণ পাবে। পণ হিসাবে মেলে গরু। সেই লোভে মেয়ের অসহ্য যন্ত্রণাতেও বাবা-মা বেশ খুশিই হয়। এই উপজাতির ছেলেদর অবশ্য এতটা কষ্ট করতে হয় না। শরীরের ছুঁচের মাধ্যমে রঙ মাখলেই বিবাহ যোগ্য হয়ে যায় ছেলেরা। আর মেয়েদের সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা, বদলে মেলে লিপ প্লেট আর পণ। ইথিওপিয়ার সুরি উপজাতির এমন খবর ও ছবি প্রকাশ পাওয়ার পরই গোটা সাইবার দুনিয়া উত্তাল। ফেসবুক থেকে টুইটার, ইনস্টাগ্রাম থেকে অকর্টু সবেতেই এই ছবি দেদার শেয়ার হচ্ছে। সঙ্গে প্রতিবাদও হচ্ছে। এমনও শোনা যাচ্ছে সুরি উপজাতির নব প্রজন্ম নাকি এই রীতির বিরোধিতা করছে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২১-০৪-০১৪:
Link copied!