AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাম পাল্টাচ্ছে নোকিয়ার


Ekushey Sangbad

১২:০৪ পিএম, এপ্রিল ২১, ২০১৪
নাম পাল্টাচ্ছে নোকিয়ার

একুশে সংবাদ ডেস্ক : ফিনল্যান্ডের বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া তার নোকিয়ার নাম পাল্টাচ্ছে। এর ফলে দীর্ঘদিনের অত্যান্ত সুপরিচিত এ মোবাইল ফোনটি আর বাজারা দেখা যাবে না। এখন থেকে এটি মাইক্রোসফট নামে পরিচিত হবে বলে জানা  গেছে। এপ্রিলের শেষ নাগাদ নোকিয়ার মোবাইল বিভাগটি কিনে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ফিনল্যান্ড নোকিয়া ও মাইক্রোসফটের চুক্তি সম্পর্কিত থেকে একটি চিঠি অনলাইনে ফাঁস হয়েছে। ওই চিঠি থেকে জানা গেছে, নোকিয়া করপোরেশনকে নতুন নাম দিতে যাচ্ছে মাইক্রোসফট। নোকিয়ার নতুন নাম হবে মাইক্রোসফট মোবাইল করপোরেশন। মাইক্রোসফট ও নোকিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হবে বলেও চিঠিতে  দাবি করা হয়েছে। এর আগে গত মার্চ মাসেই মাইক্রোসফট ও নোকিয়া কর্তৃপক্ষ এপ্রিল মাসের মধ্যে তাদের চুক্তির কার্যক্রম সম্পন্ন করার কথা প্রকাশ করেছিল। তবে মার্কিন বাজার বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের কাছে নোকিয়া বিক্রি হয়ে যাওয়ার অর্থ নোকিয়া নামটি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। তবে মানুষ নোকিয়াকে যে নামে চিনত সেটি আর থাকছে না। মাইক্রোসফট কেবল নোকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনেছে যার মধ্যে রয়েছে নোকিয়ার ফিচার ফোন নির্মাতা দলটিও। তবে নেটওয়ার্ক যন্ত্রাংশের ব্যবসা ও হেয়ার ম্যাপসের ব্যবসা বিক্রি করেনি নোকিয়া কর্তৃপক্ষ। নোকিয়া ব্র্যান্ড নামটি ব্যবহার করারও অধিকার রয়েছে বর্তমান নোকিয়া কর্তৃপক্ষের। ৭২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে সবমিলিয়ে ১০ বছরের জন্য নোকিয়া ব্র্যান্ড নামটি ব্যবহার করার অনুমতি দেয়া হচ্ছে মাইক্রোসফট কোম্পানিকে। পাশাপাশি  লুমিয়া ও আশা ব্র্যান্ড দুটিও ব্যবহার করার অনুমতি পেয়েছে। এছাড়াও মাইক্রোসফট লুমিয়া ও আশা ব্র্যান্ডটিও ব্যবহার করতে পারবে। বাজার-বিশ্লেষকেরা আরো জানিয়েছেন, নোকিয়ার নাম মাইক্রোসফট মোবাইল হয়ে গেলেও এর ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক একই রকম রাখবে মাইক্রোসফট। নোকিয়াকে কিনে নেয়ার শর্ত হিসেবে, নোকিয়ার সব অধিকার ও সুবিধার পাশাপাশি এর পণ্য ও সেবার ক্ষেত্রে মাইক্রোসফট দায়বদ্ধ থাকবে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২১-০৪-০১৪:
Link copied!