AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ধর্মঘটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ : নাসিম


Ekushey Sangbad

১২:১৩ পিএম, এপ্রিল ২১, ২০১৪
‘ধর্মঘটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ : নাসিম

একুশে সংবাদ : সাংবাদিকদের সঙ্গে সংঘাতের পর রাজশাহী ও রাজধানীর মিটফোর্ড হাসপাতালে কর্মবিরতি পালনকারী শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। রাজশাহী ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশদের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ধর্মঘটের প্রতি তার কোনো সমর্থন নেই। সাংবাদিক মারধরের ঘটনায় একুশে টেলিভিশন কর্তৃপক্ষ চিকিৎসকদের আসামি করে একটি মামলা করার পর মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করেন। অন্যদিকে রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘাতের জন্য সাংবাদিকদের দায়ী করে কর্মবিরতি শুরু করেন সেখানকার শিক্ষানবিশ চিকিৎসকরা। রাজশাহী মেডিকেলে মারধরে ১০ সাংবাদিক আহত হয়েছেন। ঘটনা তদন্তে একটি কমিটি করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত ১৬ এপ্রিল রিপোর্টার্স ইউনিটিতে এই সভায় বারডেমের চিকিৎসকদের পক্ষে দাঁড়িয়ে পুলিশের চিকিৎসা বন্ধ করে দেয়ার হুমকি দেন স্বাস্থ্যমন্ত্রী। গত ১৬ এপ্রিল রিপোর্টার্স ইউনিটিতে এই সভায় বারডেমের চিকিৎসকদের পক্ষে দাঁড়িয়ে পুলিশের চিকিৎসা বন্ধ করে দেয়ার হুমকি দেন স্বাস্থ্যমন্ত্রী। সম্প্রতি রোগীর স্বজনের হামলার পর রাজধানীর বারডেম হাসপাতালে ধর্মঘট আহ্বানকারী চিকিৎকদের পক্ষে দাঁড়িয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ‘হামলাকারী’ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে পুলিশের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তার ওই বক্তব্যের কারণে চিকিৎসকরা বেপরোয়া আচরণ করছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি এ ধরনের কোনো কথা বলিনি। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২১-০৪-০১৪:
Link copied!