AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরাঞ্চলের ২টি ডেম্যু ট্রেনের শেষ ঠিকানা এখন ওয়াকর্শপ


Ekushey Sangbad

০৩:৫৪ পিএম, এপ্রিল ২১, ২০১৪
উত্তরাঞ্চলের ২টি ডেম্যু ট্রেনের শেষ ঠিকানা এখন ওয়াকর্শপ

গাইবান্ধা/প্রতিনিধি ঃ পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে লালমনিরহাট চলাচলকারী ডেম্যু ট্রেনের পার্টস বাংলাদেশের না থাকায় এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে ওয়ার্কশপে।সরকার গত বছর ১০ সেট ট্রেন চীন থেকে আমদানী করে। পরে আনুষ্ঠানিকভাবে পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে লালমনিরহাট চলাচলকারী জনগনের সুবিধার্থে ২ সেট ট্রেন চলাচল করলেও সেগুলো এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঠাকুরগাঁও যাওয়ার পথে পীরগঞ্জ ষ্টেশনের কাছে দুস্কৃতিকারীরা ঢিল দিলে ট্রেনের সামনের গ¬াস ভেঙ্গে যায়। পীরগঞ্জে ট্রেন ভাঙ্গলে রেলওয়ে কর্তৃপক্ষ এখনও থানায় মামলা করেনি। অপরদিকে লালমনিরহাটগামী অন্য ট্রেনটিরও একই দশা। দুস্কৃতিকারীরা ট্রেনটির সামনের গ-াস ভেঙ্গে দেয়। ফলে ট্রেন দুটি এখন বন্ধ হয়ে পার্বতীপুর ওয়াকর্শপে পড়ে রয়েছে। ট্রেন ২টি কবে ঠিক হবে তা জানে না রেলওয়ে কর্তৃপক্ষ।দিনাজপুর ষ্টেশন সুপার গোলাম মুস্তফা ও দিনাজপুর ষ্টেশন মাষ্টার মোঃ ফকরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঠাকুরগাঁওগামী ডেম্যু ট্রেনটি প্রতি দিন ১০০০ জন যাত্রিকে পরিবহন সুবিধা দিত। দুই লাইনে প্রায় ২০০০ জন যাত্রী পরিবহন সুবিধা দিত ট্রেন দুটি।এই ব্যাপারে পার্বতীপুর ষ্টেশন মাষ্টার শ্াহ আবদুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং লোকো ডিপাটমেন্টের প্রধানরা দায়িত্বে আছেন, তারা ভাল জানেন’ যেহেতু ট্রেনটি চীন থেকে আমদানিকৃত তাই গ¬াস বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। গ¬াস চীন থেকে আনে লাগানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Link copied!