AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ চলছে


Ekushey Sangbad

০৩:৩৪ এএম, এপ্রিল ২২, ২০১৪
তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ চলছে

একুশে সংবাদ : তিস্তা ব্যারাজ অভিমুখে আজ মঙ্গলবার লংমার্চ করবে বিএনপিসকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর থেকে লংমার্চ শুরু করবে দলটিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেবেনতিস্তাসহ অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্যার দাবিতে লংমার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটিতিস্তা অভিমুখে আজ বিএনপির লংমার্চ  

লংমার্চের পথে পথে মোট ৭টি পথসভা করবে তারাগাজীপুরের কালিয়াকৈরে, টাঙ্গাইলের বাইপাস মোড়ে, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে, বগুড়ার মাটিডালী মোড়ে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথসভা হবে প্রথম দিনরংপুরে রাত কাটিয়ে পরদিন বুধবার ওই নগরীতে সমাবেশের পর নীলফামারীর ডালিয়া ব্যারাজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু করবে

   

তিস্তা ব্যারাজের কাছে সকাল ১১টায় সমাবেশের মধ্য দিয়ে দু'দিনের কর্মসূচি শেষ হবে

   

দলের নেতারা লংমার্চে বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেনঅন্যদিকে সরকারি দলের নেতারাও শান্তিপূর্ণভাবে লংমার্চ করলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেনঅবশ্য কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করার কথা বলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

   

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ বলেন, ঢাকায় তাদের কর্মসূচি নেই, তাই এখানে অনুমতি নেওয়ার কিছুই নেইঢাকার বাইরে সমাবেশ হবেস্থানীয় নেতৃবৃন্দ সেভাবে ব্যবস্থা করবেন

   

অন্যদিকে লংমার্চের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অন্যতম মুখপাত্র ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সমকালকে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর থেকে বিএনপি লংমার্চ কর্মসূচি শুরু করতে পারবে

   

তবে রাজধানীর ভেতরে লংমার্চের নামে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে নাআইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিংবা স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন হতে পারে- পুলিশের পক্ষ থেকে এমন কোনো কিছুই হতে দেওয়া হবে না বলে জানান পুলিশের এ কর্মকর্তা

   

নির্বাচনের পর অনেকটা নিষ্ক্রিয় থাকা বিএনপি এ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ধারায় ফেরার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেনসে কারণেই এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলটিদলের নেতারা আশা করছেন, সহস্রাধিক গাড়ি লংমার্চের বহরে অংশ নেবেব্যারাজের পাশে কয়েক লাখ মানুষ সমাবেশে যোগ দেবে

   

মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতা, মহানগর ও যাত্রা পথের সংশ্লিষ্ট জেলাগুলোর নেতৃবৃন্দ গত কয়েক দিনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেনরংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়াসহ আশপাশের জেলাগুলোতেও লংমার্চ নিয়ে দফায় দফায় বৈঠক, মিছিল, প্রচার চালিয়েছেন তারাগত ৯ এপ্রিল স্থায়ী কমিটির বৈঠকে লংমার্চ কর্মসূচির এ সিদ্ধান্ত নেয় বিএনপি

   

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ লংমার্চকে গুরুত্ব দিয়ে তা সফল করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেনগত বৃহস্পতিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের বৈঠকে জোটের শরিকরা বিএনপির এ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানান

   

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, দেশের মানুষকে বাঁচাতে তারা শান্তিপূর্ণভাবে লংমার্চ কর্মসূচি পালন করবেনতারা আশা করেন, সরকার লংমার্চে বাধা দেবে নাবাধা দিলে পরিণতি শুভ হবে না বলে জানান তিনি

   

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, আশা করি আওয়ামী লীগ বাধা না দিয়ে লংমার্চকে সফল করতে সহযোগিতা করবেবাধা দিলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি

   

দলের স্থায়ী কমিটির অন্য সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় স্বার্থেই বিএনপির এ লংমার্চসরকারসহ সব মহলের সহযোগিতার আশা করেন তিনিদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুলশানে লংমার্চের প্রচারপত্র বিতরণকালে গতকাল তিনি এ কথা বলেন

   

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৮টায় লংমার্চ শুরুর করার কথা থাকলেও তা পরিবর্তন করে এয়ারপোর্ট গোল চত্বরের সামনে থেকে যাত্রা শুরু হচ্ছে বলে জানান দলের মহাসচিব রুহুল কবির রিজভীগতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কর্মব্যস্ত দিন এবং রাজধানীর যানজটের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

   

রিজভী জানান, লংমার্চ রংপুর পেঁৗছানো পর্যন্ত ছয়টি পথসভা হবেকালিয়াকৈরে সকাল সাড়ে ৯টায়, টাঙ্গাইল বাইপাস মোড়ে সাড়ে ১১টায়, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে সাড়ে ১২টায়, বগুড়া মাটিডালিতে আড়াইটায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিকেল সাড়ে ৩টায় ও পলাশবাড়ীতে সাড়ে ৪টায় পথসভা হবেএরপর লংমার্চ রংপুর পেঁৗছবে

   

পরদিন বুধবার তিস্তা ব্যারাজের ডালিয়া অভিমুখে লংমার্চ শুরুর আগে সকাল ৯টায় রংপুরে পথসভা হবেওই পথসভা শেষে সকাল ১১টায় ডালিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হবেলংমার্চের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে রিজভী আহমেদ সমকালকে বলেন, লংমার্চের কর্মসূচির বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে

   

সর্বাত্মক প্রস্তুতি: দীর্ঘদিন রাজপথের আন্দোলনের বাইরে থাকা নেতাকর্মীদের চাঙ্গা করতে লংমার্চকে একটি 'উপায়' হিসেবে নিয়েছে বিএনপিলংমার্চকে ঘিরে পাড়া-মহল্লায় পর্যন্ত প্রস্তুতি সভা করা হয়েছেগতকাল সোমবার রাজধানীর শ্যামপুর থানা বিএনপির প্রস্তুতি সভায় থানা সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল ইসলাম বলেন, লংমার্চ কর্মসূচি সফল করে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে হবেথানা সভাপতি মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন

   

এর আগে শনিবার ঢাকা মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি সাদেক হোসেন খোকাদলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতারা গত তিন দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতরণের মাধ্যমে জনগণকে লংমার্চ সম্পর্কে অবহিত করেন

   

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লংমার্চ কো-অর্ডিনেটর আসাদুল হাবিব দুলু গতকাল সমকালকে জানান, ডালিয়ায় তারা লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আশা করছেন২২ এপ্রিল ঢাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর থাকার জন্য রংপুরের প্রায় সব আবাসিক হোটেলে ও কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে বলে জানান তিনিএতে স্থান সংকুলান না হলে স্থানীয় নেতারা আলাদাভাবে ব্যবস্থা করবেন বলেও জানান তিনি

   

রংপুর অফিস জানায়, রংপুরের পথসভাকে কেন্দ্র করে সেখানে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছেএকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে বলেও জানান তিনিউত্তেজনা সৃষ্টি হওয়ায় মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি শুরু হয়েছে বলেও তিনি জানান

 

একুশে সংবাদ ডটকম/আর/২২/০৪/১৪

Link copied!